Advertisement
Advertisement
Kolkata Metro

বড়দিন ও বর্ষবরণে মিলবে নাইট বাস সার্ভিস, বাড়ছে মেট্রোও

পয়লা জানুয়ারিও থাকছে নাইট বাস সার্ভিস।

Whole night bus service in Kolkata on Christmas, new year, more metros to run
Published by: Paramita Paul
  • Posted:December 20, 2021 7:20 pm
  • Updated:December 23, 2021 3:07 pm  

নব্যেন্দু হাজরা: বছর শেষের উৎসবে মাতছে শহরবাসী। বড়দিন, বর্ষশেষের রাত এবং বর্ষবরণের দিন ভিড় জমবে শহরের আনাচে-কানাচে। হুল্লোড়ে মাতোয়ারা সেই সমস্ত শহরবাসীর কথা মাথায় রেখে উৎসবের দিনগুলিতে রাত্রিকালীন বাস সার্ভিস (Night Bus Service) চালু করছে রাজ্য সরকার। পাশাপাশি, বড়দিন থেকেই বাড়ছে মেট্রোর (Kolkata Metro service) সংখ্যাাও।

২৪, ২৫ , ৩১ ডিসেম্বর এবং ১ জানুয়ারি মিলবে নাইট বাস সার্ভিস। মূলত পার্কস্ট্রিট (Park  Street) এলাকার আশপাশেই থাকবে বাস। সেখান থেকে শহরের উত্তর ও দক্ষিণপ্রান্ত এবং শহরতলি এলাকায় পৌঁছে যাওয়া যাবে। এসি ও নন-এসি দু’ধরনের বাস-ই মিলবে রাস্তায়। শুধু সরকারি নয়, রাত পর্যন্ত থাকবে বেসরকারি বাস-ও, জানিয়েছেন মালিকেরা। পার্কস্ট্রিট চত্বর ছাড়া ইদানিং রাজারহাটের ইকো পার্কেও ভিড় জমে উৎসবে। রাত গড়লে সেখান থেকে ফেরার পথে সমস্যায় পড়েন অনেকে। এবার সেই সমস্যা সমাধানেও এগিয়ে এসেছে পরিবহণ দপ্তর। জানানো হয়েছে, ২৫ থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত ওই চত্বরে বিশেষ বাসের ব্যবস্থা থাকবে। মিলবে নাইট সার্ভিসও। পরিবহণ দপ্তরের এই ব্যবস্থায় খুশি রাজ্যবাসী।

Advertisement

[আরও পড়ুন: দলাই লামার সঙ্গে সাক্ষাৎ মোহন ভাগবতের, তিব্বতিদের পাশে থাকার বার্তা RSS প্রধানের]

শুধু বাস নয়, বড়দিন থেকে বাড়ছে মেট্রোর (Kolkata Metro) সংখ্যাও। কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রী সংখ্যা বৃদ্ধি পাওয়ায় মেট্রোর সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। এখন সোম থেকে শুক্রবার পর্যন্ত দিনে ২৭২টি মেট্রো চলে। ২৫ ডিসেম্বর থেকে এই সংখ্যাটা বেড়ে হবে ২৭৬। অর্থাৎ দু’জোড়া মেট্রো বাড়বে। সপ্তাহে পাঁচদিন (সোম-শুক্রবার)পাঁচ মিনিট অন্তর চলবে মেট্রো। শনিবারও বাড়ছে মেট্রোর সংখ্যা। বর্তমানে এই দিন ২৩০ টি মেট্রো চলে। সেই সংখ্যাটা বেড়ে হবে ২৪০। ফলে শনিবার ৭ মিনিট অন্তর মিলবে মেট্রো। তবে দিনের প্রথম ও শেষ মেট্রোর সময় বদল হচ্ছে না।

সরকার আগেই জানিয়েছিল,  ২৪ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত শিথিল করা হচ্ছে রাজ্যের কোভিডবিধি। থাকবে না রাত্রিকালীন কারফিউ-ও। এমনকী, রাতভর খোলা রাখা যাবে হোটেল, রেস্তরাঁ, বার-ও। এতদিন রাত ১১টার মধ্যে বার-রেস্তরাঁ বন্ধ করে দেওয়া হচ্ছিল। বড়দিন ও নববর্ষের কথা মাথায় রেখে নিয়মবিধি শিথিল করার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার।

[আরও পড়ুন: পেট্রোপণ্যের শুল্কে বিপুল আয় কেন্দ্রের, সংসদে অভিষেকের প্রশ্নের উত্তরে স্বীকারোক্তি অর্থমন্ত্রকের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement