Advertisement
Advertisement
WB Assembly Polls 2021

বিধানসভা নির্বাচনে একঝাঁক নতুন মুখকে প্রার্থী করবে তৃণমূল! কারা ঠাঁই পাবেন তালিকায়?

আজই আংশিক প্রার্থী তালিকা ঘোষণা করতে পারেন তৃণমূল সুপ্রিমো।

Who will be the TMC candidate in the assembly elections | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:March 1, 2021 10:00 am
  • Updated:March 1, 2021 4:14 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা হয়ে গিয়েছে। এবার রাজনৈতিক দলগুলির প্রার্থী তালিকা ঘোষণার পালা। প্রতিপক্ষকে টেক্কা দিতে কোন কেন্দ্রে কাকে প্রার্থী করবে তৃণমূল-বিজেপি? রাজনৈতিক মহলে এই নিয়ে জল্পনা চলছেই। এসবের মাঝে আজ, সোমবার প্রার্থী তালিকা ঘোষণা করার সম্ভাবনা রয়েছে তৃণমল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। পুরনো কোন কোন বিধায়ক থাকবেন তালিকায়? কোন নতুন মুখ পাবে টিকিট?

একুশে বাংলার মসনদ দখলের মরিয়া চেষ্টা চালাচ্ছে তৃণমূল-বিজেপি উভয়েই। বিনা লড়াইয়ে প্রতিপক্ষকে এক ইঞ্চি জমি ছাড়তে রাজি নয় কেউ। সেইসঙ্গে এবার অনেকটা বেশি সাবধানী তৃণমূল সুপ্রিমো। প্রথা ভেঙে এবার দফায় দফায় প্রার্থীদের নাম ঘোষণা করবেন তিনি। তবে প্রার্থী তালিকায় চমক যে থাকবে তা বলাই বাহুল্য। সোমবার বেলা ১২ টায় কালীঘাটে নির্বাচনী কমিটির বৈঠক হবে। সেখানেই চূড়ান্ত হবে প্রার্থীদের নাম। ইতিমধ্যেই সূত্র মারফত জানা গিয়েছে, তৃণমূলের প্রার্থী তালিকায় থাকতে পারে ছত্রধর মাহাতোর নাম। থাকতে পারেন একাধিক টলিউড স্টার।

Advertisement

[আরও পড়ুন: চাই খাদ্য, কর্ম ও শিক্ষার অধিকার, সাম্যের দাবিতে ব্রিগেডে শামিল রূপান্তরকামীরাও]

সূত্রের খবর, আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন পরিচালক রাজ চক্রবর্তী, সুদেষ্ণা রায়, সায়নী ঘোষ, কৌশানি মুখোপাধ্যায়, পিয়া সেনগুপ্ত, কাঞ্চন মল্লিক, জুন মালিয়ার মতো সেলেবরা। প্রার্থী তালিকায় মনোজ তিওয়ারির নাম থাকার প্রবল সম্ভাবনা রয়েছে। প্রার্থী হতে পারেন বেশ কয়েকজন বিশিষ্ট চিকিৎসকও। নতুনদের পাশাপাশি একাধিক পুরনো সৈনিকদেরও টিকিট দেবে দল। জোর দেওয়া হবে মহিলা প্রার্থীদের উপর। যদিও শেষমুহূর্তে কারা ঠাঁই পাবেন তৃণমূলের প্রার্থী তালিকায়? বাদ পড়বেন কারা? বোঝা যাবে তালিকা প্রকাশের পরই।

উল্লেখ্য, সবার প্রথমে প্রার্থী তালিকা ঘোষণা প্রসঙ্গে এদিন তৃণমূলকে বিঁধলেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। বললেন, “২০১৯ সালেও আগে প্রার্থী তালিকা ঘোষণা করেছিল। কিন্তু লাভ কিছু হয়নি। প্রচুর আসন কমে গিয়েছে। এবারও তার অন্যথা হবে না।” 

[আরও পড়ুন: অনিশ্চিত অমিত শাহের ২ ও ৩ মার্চের বঙ্গসফর, বৈঠকে বিজেপি নেতৃত্ব]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement