Advertisement
Advertisement
Jadavpur University

যাদবপুরের হাল ধরবেন বুদ্ধ! অন্তর্বর্তী উপাচার্যের নাম নিয়ে জল্পনা তুঙ্গে

প্রশ্নের উত্তর মিলতে পারে আগামী সপ্তাহে।

Who will be the next interim VC of Jadavpur University

ফাইল ছবি।

Published by: Paramita Paul
  • Posted:August 19, 2023 7:32 pm
  • Updated:August 19, 2023 7:38 pm

রমেন দাস: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) নতুন উপাচার্য হচ্ছেন কে? অন্তর্বর্তীকালীন দায়িত্বে কে? ছাত্রমৃত্যুর আবহেই এবার যাদবপুরের উপাচার্যের দায়িত্ব নিয়ে জল্পনা তুঙ্গে। শোনা যাচ্ছে, এই দায়িত্বে আসতে পারেন বিশ্ববিদ্যালয়ের অঙ্ক বিভাগের অধ্যাপক বুদ্ধদেব সাহু। মোটামুটি সব ঠিক থাকলে আগামী সপ্তাহেই তাঁর কাঁধে দায়িত্বভার তুলে দিতে পারেন রাজ্যপাল তথা বিশ্ববিদ্যালয়ের আচার্য সিভি আনন্দ বোস।

সূত্রের খবর, গত সপ্তাহে বিশ্ববিদ্যালয়ের কোর্ট বৈঠকে এই বিষয়ে আলোচনা হয়। সূত্রের খবর, ওই বৈঠকে অন্তর্বর্তীকালীন উপাচার্য হিসেবে বিশ্ববিদ্যালয়ের দুই অধ্যাপকের নাম নিয়ে আলোচনা হয়। যাঁর মধ্যে অন্যতম হিসেবে উঠে আসেন বুদ্ধদেব সাহু। তাঁর আসল বাড়ি পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের কাছে। এখন বিশ্ববিদ্যালয়ের আবাসনে থাকেন। এই বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র তিনি। বহু বছর যাবৎ অঙ্ক বিভাগে পড়ান।

Advertisement

[আরও পড়ুন: শেষ মুহূর্তে কী ঘটেছিল যাদবপুরের হস্টেলে? জানতে লালবাজারে ডেকে ধৃতদের জেরায় খোদ কমিশনার]

এই নাম জল্পনার মধ্যেই সংবাদ প্রতিদিন ডিজিটাল যোগাযোগ করেছিল বুদ্ধদেব সাহুর সঙ্গে। তাঁর দাবি, “আমাকে রাজ্যপাল অর্থাৎ আচার্য গত বৃহস্পতিবার দুপুরে রাজভবনে ডাকেন। আমাকে তিনি বলেন, এই পরিস্থিতিতে যদি আমাকে বিশ্ববিদ্যালয়ের ভার দেওয়া হয় আমি নেব কি না! আমি কতদিন ওখানে আছি? কত বছরের অভিজ্ঞতা? সমস্ত বিষয়ে জানতেও চান।” যদিও অধ্যাপক বুদ্ধদেবের দাবি, “আমি আগামী অন্তর্বর্তীকালীন উপাচার্য হব কিনা জানি না। তবে রাজ্যপাল কেন এটাও জিজ্ঞাসা করেছিলেন, তাও তো ফেলে দেওয়ার মতো নয়।”

বুদ্ধদেব সাহু যদি পরবর্তী দায়িত্ব পান সেক্ষেত্রে কীভাবে সামলাবেন পরিস্থিতি? অধ্যাপকের কথায়, “যদি সুযোগ আসে তবে আমি পুলিশ দিয়ে নয় আমার সন্তানের মতো ছাত্রদের সঙ্গে আলোচনার মাধ্যমে সবটা দেখব। আমি জানতে চাইব তাঁদের কাছে, এর সমাধান কী? তাঁরা কী চাইছেন? কিছুই চাপিয়ে দেওয়ার পক্ষে আমি নই।”

ছাত্রমৃত্যুর ঘটনায় দায় বর্তমান কর্তৃপক্ষের, এও অভিযোগ করেন তিনি। বলেন, “ওই পরিবার সন্তান হারাতেন না, যদি আমরা আরও একটু সজাগ হতাম।” আপনার সঙ্গে রাজনীতির যোগ? প্রশ্নের জবাবে তিনি জানান, “আমি মানুষ হিসেবে কাজ করতে চাই। রাজনীতিক হিসেবে নয়।”

জল্পনা চলছেই। কে হবেন যাদবপুরের আগামীর ত্রাতা? এই প্রশ্নের উত্তর মিলতে পারে আগামী সপ্তাহেই।

[আরও পড়ুন: শিক্ষক নিয়োগ দুর্নীতি: গ্রেপ্তারির ১২ দিন পর ব্যক্তিগত বন্ডে অন্তর্বর্তী জামিন ৪ শিক্ষকের]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement