সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের জেরে কলকাতা পুলিশ কমিশনারকে অপসারণ করার মতো পদক্ষেপ নিয়েছেন মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বিকেলে কলকাতা তথা রাজ্য পুলিশে বড়সড় রদবদল হবে, তা সোমবার গভীর রাতের সাংবাদিক সম্মেলনে জানিয়েছিলেন তিনি। মঙ্গলবার বিকেলের পরই বিনীত গোয়েল পদ ছেড়ে নতুন পুলিশ কমিশনারকে দায়িত্ব বুঝিয়ে দেবেন। তার আগে আজ সকালে কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে গিয়ে দেখা করেছেন বিনীত গোয়েল। তাঁর অপসারণ নিয়ে মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পর থেকেই জল্পনা তুঙ্গে, বিনীতের ছেড়ে যাওয়া জুতোয় পা গলাবেন কে? কে হবেন পরবর্তী সিপি?
কলকাতা পুলিশের সর্বোচ্চ পদে কে আসছেন? এনিয়ে সোমবার রাত থেকেই ছড়িয়েছে জল্পনা। পুলিশ মহলে উঠে আসছে একাধিক নাম। তবে তিনজনের নাম নিয়ে সবচেয়ে বেশি আলোচনা চলছে। এই দৌড়ে সবচেয়ে এগিয়ে বর্তমান এডিজি, দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার। আর জি কর আবহে কলকাতা পুলিশের তরফে প্রায়শয়ই তদন্ত নিয়ে সংবাদমাধ্যমে বক্তব্য রাখতে দেখা গিয়েছে। সুপ্রতিম সরকার এর আগে রাজ্য পুলিশের একাধিক পদ সামলেছেন দক্ষতার সঙ্গে। অভিজ্ঞতা ও দক্ষতার নিরিখে এই মুহূর্তে তিনিই সবচেয়ে এগিয়ে পরবর্তী পুলিশ কমিশনার হওয়ার দৌড়ে।
দ্বিতীয় নামটি প্রত্যাশিতভাবে আইপিএস মহলে বহু পরিচিত জাভেদ শামিমের। তিনি এই মুহূর্তে ADG-IGP, আইবি পদে রয়েছেন। কলকাতা পুলিশের একাধিক গুরুত্বপূর্ণ পদে ছিলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যথেষ্ট পছন্দের আইপিএস জাভেদ শামিম। বিকেলের পরই জানা যাবে, জাভেদ শামিমকে সর্বোচ্চ পদে আনা হল কিনা। তিন নম্বর যে নামটি নিয়ে আলোচনা চলছে, তা অজয় রানাডের। তিনি এখন এডিজি, অ্যাডমিনিস্ট্রেশনে রয়েছেন। এছাড়া কলকাতা পুলিশের নানা বিভাগে কাজের অভিজ্ঞতা রয়েছে রানাডের। এছাড়া এডিজি, আইনশৃঙ্খলা মনোজ বর্মার নামও রয়েছে এই তালিকায়। তবে সবটাই নিতান্ত গুঞ্জন। কলকাতা পুলিশের পরবর্তী কমিশনার কে হচ্ছেন, তা জানতে আর কিছুক্ষণের অপেক্ষা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.