ফাইল ছবি
বিধান নস্কর, দমদম: বুধবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আবারও নিজের অবস্থান স্পষ্ট করলেন জ্যোতিপ্রিয় মল্লিক(Jyotipriya Mallick)। জানিয়ে দিলেন, তিনি নির্দোষ। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে প্রশ্ন উড়ে আসতেই তিনি পালটা জিজ্ঞেস করেন, “অভিষেক বন্দ্যোপাধ্যায় কে? আমাদের লিডার?”
নিয়োগ দুর্নীতি মামলায় আবারও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছে ইডি। ৯ নভেম্বর তাঁকে হাজির হতে বলা হয়েছে। এই নিয়েই এদিন প্রশ্ন করা হয় রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয়কে। স্বাস্থ্যপরীক্ষা করানোর জন্য তাঁকে নিয়ে সল্টলেকের সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে হাসপাতালের দিকে যাচ্ছিলেন ইডি আধিকারিকরা। ঠিক তখনই গাড়িতে ওঠার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন তিনি। বনমন্ত্রী বলেন, “কোন বন্দ্যোপাধ্যায়?” সাংবাদিকদের কাছ থেকে পালটা জানতে চান, “অভিষেক বন্দ্যোপাধ্যায় কে? আমাদের নেতা?”
এরপরই যোগ করেন, “আপনাদের একটা কথা বলি। আমি সমস্ত ব্যাপারে নির্দোষ, এটা জেনে নিন। ১৩ তারিখ আমাকে ব্যাঙ্কশাল কোর্টে পেশ করা হবে। সেখানে বুঝতে পারবেন যে আমি অত্যন্ত ক্লিয়ার।”
গত মাসের শেষের দিকে রেশন দুর্নীতি মামলায় গ্রেপ্তার হন জ্যোতিপ্রিয় মল্লিক। গত সোমবার স্বাস্থ্যপরীক্ষার পর আদালতে পেশ করা হয়েছিল মন্ত্রীকে। সেদিন তিনি বলেন, “ভালো নেই আমি। যা করেছে এরা অন্যায়, অনৈতিক কাজ করেছে।” তবে মুক্তির বিষয়ে প্রায় একশো শতাংশ আত্মবিশ্বাসের সুর ছিল তাঁর গলায়। বলেন, “কোর্ট আমাকে নিশ্চয়ই মুক্তি দেবে। আমি নির্দোষ। আমি নির্দোষ। আমি নির্দোষ।” এর আগে তিনি এও বলেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় সব জানেন। বিজেপি তাঁকে ফাঁসানোর চেষ্টা করছে। এদিনও আত্মবিশ্বাসের সঙ্গে বলে দিলেন, তিনি অত্যন্ত পরিষ্কার।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.