স্টাফ রিপোর্টার: ২৭ মে৷ বাংলার শুধু নয় সারা দেশের নজর এখন এই তারিখেই৷ রেড রোডে মানুষের মাঝে শপথ নেবেন মমতা ও তাঁর মন্ত্রিসভার সদস্যরা৷ কারা থাকছেন, কারা বাদ যাচ্ছেন, কারাই বা প্রাধান্য পাচ্ছেন – ট্রাম, বাস, মেট্রোয়, পথে-ঘাটে এই জল্পনা তুঙ্গে৷ রাজনৈতিক মহলেও চলছে জোর তরজা৷
২১১-র সবুজ ঝড়ের মাঝেও এবারে আটজন মন্ত্রী হেরেছেন৷ কয়েকজন আবার খুব কম ভোটের তফাতে৷ তবে গত মন্ত্রিসভার যাঁরা খুব ভাল পারফরম্যান্স করেছেন, তাঁরা মন্ত্রী থাকবেন বলেই তৃণমূল সূত্রে খবর৷ কিছু নতুন মুখও আসতে পারে৷
সিদ্ধান্ত একজনই নেবেন, তিনি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়৷ শোনা গিয়েছে, জেলাগুলির ভারসাম্য রেখেই নতুন মন্ত্রিসভা গঠন করতে চাইছেন মমতা৷ মালদহ জেলা থেকে তৃণমূলের কোনও বিধায়ক নেই৷ তাই মালদহ থেকে মন্ত্রী থাকার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না৷ তবে তা নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি বলেই খবর৷
পরাজিত মন্ত্রীদের মধ্যে মণীশ গুপ্ত নতুন মন্ত্রিসভায় থাকতে পারেন বলে তৃণমূল সূত্রে খবর৷ বিদ্যুৎমন্ত্রী হিসাবে খুবই ভাল কাজ করেছেন তিনি৷ তাই মমতাও চাইছেন, তাঁকে প্রশাসনিক কাজে লাগাতে৷ সেক্ষেত্রে তাঁকে আগামী ৬ মাসের মধ্যে কোনও কেন্দ্র থেকে জিতে আসতে হবে৷
যদিও দলের কে মন্ত্রী হবেন, তা নিয়ে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব এখনই কোনও মন্তব্য করতে চাইছে না৷ এমনকী ঘনিষ্ঠ মহলেও এ ব্যাপারে মুখে কুলুপ তাঁদের৷ তবে দলের একটি ওয়াকিবহাল সূত্রে খবর, গতবারের পারফরম্যান্সকে মাথায় রেখেই মন্ত্রিসভা গঠিত হবে৷ সেক্ষেত্রে কেউ কেউ বাদও যেতে পারেন৷
মমতার শপথকে ঘিরে সারা দেশেই আগ্রহ রয়েছে৷ রেড রোডে শপথের সাক্ষী থাকতে ‘পাস’-এর চাহিদাও ব্যাপক৷ আসতে পারেন দেশের রাজনৈতিক ব্যক্তিত্বরা৷ অন্য ক্ষেত্রের বিখ্যাতরাও উপস্থিত থাকতে চেয়েছেন৷ প্রস্তুতির জন্য পাঁচ দিন বন্ধ রেড রোড৷ সোমবার রাত থেকে রাজপথ বন্ধ থাকায় ঘুরিয়ে দেওয়া হচ্ছে গাড়ি৷ বাংলায় ছয় দশক পর রাজভবনের বাইরে শপথের প্রস্তুতি তুঙ্গে৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.