Advertisement
Advertisement

Breaking News

Kolkata Airport

হুইলচেয়ারে বসা যুবতীকে উঠে দাঁড়াতে বললেন কলকাতা বিমানবন্দরের কর্মী! তুঙ্গে বিতর্ক

বিষয়টি প্রকাশ্যে আসতেই নেটদুনিয়ায় নিন্দার ঝড় ওঠে।

Wheelchair-bound woman claims to be pressured to stand at Kolkata airport | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:February 3, 2024 10:13 am
  • Updated:February 3, 2024 2:17 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশেষভাবে সক্ষমের সঙ্গে অমানবিক আচরণের অভিযোগ উঠল দমদম আন্তর্জাতিক বিমানবন্দরের কর্মীর বিরুদ্ধে। হুইলচেয়ারে বসা এক যুবতীকে জোর করে দাঁড়াতে বলা হয় বলে অভিযোগ। সোশাল মিডিয়ায় নিজের ভয়ংকর অভিজ্ঞতার কথা জানিয়েছেন ওই যুবতী। আর তারপরই ওঠে নিন্দার ঝড়।

আরুশী সিং নামের ওই যুবতী এক্স হ্যান্ডেলে গোটা ঘটনার কথা জানান। বিমানবন্দরের ভিতর নানা ধরনের চেকিং হয়ে থাকে। অভিযোগ, সেই রুটিং চেকিংয়ের সময়ই বিমানবন্দরের এক কর্মী তাঁকে হুইলচেয়ার ছেড়ে উঠে দাঁড়াতে বলেন। আরুশী জানান, তিনি বিশেষভাবে সক্ষম। তাঁর পক্ষে পায়ের উপর ভর দিয়ে দাঁড়ানো সম্ভব নয়। কিন্তু তাতে কর্ণপাত করেননি ওই কর্মী। উলটে ওই কর্মী আরুশীকে অল্প খানিকক্ষণের জন্য উঠে দাঁড়িয়ে দু পা হাঁটতে বলেন। আরুশীর দাবি, একবার নয়, তিনবার তাঁকে হুইলচেয়ার ছেড়ে উঠে দাঁড়াতে বলা হয়। তাঁর সমস্যার কথা শুনতেই চাননি ওই কর্মী।

Advertisement

[আরও পড়ুন: টেস্টে প্রথম ডাবল সেঞ্চুরি, ইংল্যান্ডের বিরুদ্ধে ফুল ফোটাচ্ছেন জয়সওয়াল]

কিয়স্কের ভিতর তাঁকে ফের দাঁড়াতে বললে রীতিমতো স্তম্ভিত এবং ক্ষুব্ধ হন আরুশী। একজন বিশেষ ক্ষমতা সম্পন্নের সঙ্গে কীভাবে এহেন আচরণ করে বিমানবন্দর কর্তৃপক্ষ, সেই নিয়ে প্রশ্ন তুলে দেন তিনি। বিষয়টি প্রকাশ্যে আসতেই নেটদুনিয়ায় নিন্দার ঝড় ওঠে।

অনেকেই সমালোচনা করে লিখেছেন, প্রতিবন্ধকতা নিয়ে এভাবে ঠাট্টা-তামাশা করা বিমানবন্দর কর্তৃপক্ষের সাজে না। কেউ কেউ আবার এর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবিও তুলেছেন। যদিও এখনও পর্যন্ত কলকাতা বিমানবন্দরের তরফে এই ঘটনা নিয়ে কোনও প্রতিক্রিয়া মেলেনি। 

[আরও পড়ুন: থানার ভিতরেই জোটসঙ্গীকে গুলি বিজেপি বিধায়কের! তুঙ্গে উত্তেজনা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement