Advertisement
Advertisement

Breaking News

BJP

নজর শুধু রামনবমীতে, পিছিয়ে যাচ্ছে অন্য কর্মসূচি, কী ছক বঙ্গ বিজেপির?

অন্য কোনও ইস্যু নিয়ে কবে পথে নামবে বিজেপি?

What are Suvendu Adhikari and Sukanta Majumder trying to do in Ram Nabami?
Published by: Suhrid Das
  • Posted:March 28, 2025 2:20 pm
  • Updated:March 28, 2025 2:20 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফোকাসে শুধুই রামনবমী! রাজ্যের বিধানসভা নির্বাচনে প্রচারের জন্য হাতে একাধিক ইস্যু রয়েছে বলেও দাবি বঙ্গ বিজেপির। একাধিক ইস্যুকে হাতিয়ার করে প্রচারে নামার হুঙ্কারও শোনা যাচ্ছে বিজেপি নেতাদের মুখে। কিন্তু সেসব দূরে সরিয়ে এখন কেবলই কি রামনবমীকে ‘পাখির চোখ’ করছেন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদাররা? কারণ, অন্য কোনও ইস্যু নিয়ে কবে পথে নামবে বিজেপি, কী কর্মসূচি, তা নিয়ে প্রবল ধোঁয়াশা। দলের অন্দরেও পরিষ্কার কোনও বার্তা এখনও দেওয়া হয়নি বলে খবর।

সরকারিভাবে বঙ্গ বিজেপির তরফ থেকে রামনবমী নিয়ে কোনও কর্মসূচি ঘোষণা হয়নি এখনও। কোনও বছরই হয় না। তবে নেতারা নিজেদের মতো করে রামনবমী নিয়ে জোরালো সওয়াল করছেন।  রামনবমীতে এক কোটি হিন্দুকে সমবেত করার ডাক দিয়েছেন বিজেপি নেতৃত্ব। বিভিন্ন জায়গায় প্রচারও শুরু হয়ে গিয়েছে। রামনবমীতে কি করবে গেরুয়া শিবির? সেই প্রশ্নই এখন জোরালো হয়েছে। ভুয়ো ভোটার, দুর্নীতি, অনুপ্রবেশ-সহ একাধিক ইস্যু রয়েছে বিজেপির কাছে। কিন্তু সব সরিয়ে কেন রামনবমীকেই আলাদা গুরুত্ব দিচ্ছেন শুভেন্দুরা? তাহলে কি রাজ্যে আরও জোরালোভাবে হিন্দুত্বের তাস খেলার ভাবনা? সেই প্রশ্নও উঠছে ওয়াকিবহাল মহলে।

Advertisement

রাজ্যের বিভিন্ন জায়গায় এবার মহা সমারোহে রামনবমী পালন হবে। জোরালো এই বার্তা আগেই দিয়েছেন কেন্দ্রের প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। রামনবমী ঘিরে বার্তা দিচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতাও। শুভেন্দু ইতিমধ্যেই রাজ্যে হিন্দুত্ববাদের জোরালো সওয়াল করছেন। সেই সুর ধরেই রামনবমীতে আরও মানুষকে সমবেত করার প্রচারও চলছে। প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিংও বারাকপুরে চার লক্ষ মানুষকে এক জোট করার ডাক দিয়েছেন। বৃহস্পতিবার দিলীপ ঘোষ খড়্গপুরে রামনবমী ইস্যুতে প্রস্তুতি বৈঠক করেছেন। রাস্তায় নেমে লাঠি খেলতেও দেখা গিয়েছে তাঁকে। রামনবমীতে এবার প্রচুর মানুষ পথে নামবেন বলেও দাবি দিলীপের। শুভেন্দু অধিকারী আরও সুর চড়িয়ে রাজ্য সরকারকে রামনবমী ইস্যুতে কড়া চ্যালেঞ্জ জানিয়েছেন। সবটাই কি হিন্দু ভোটব্যাঙ্ককে আরও একত্রিত করে নিজেদের দিকে টানার জন্য নাকি  বড় কোনও পরিকল্পনা রয়েছে? প্রশ্ন তুলছে রাজনৈতিক মহলের একাংশ।

কয়েক বছর আগে হাওড়ায় রামনবমীর মিছিল ঘিরে উত্তেজনা দেখা দিয়েছিল। মিছিলে প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে ঘুরতে দেখা গিয়েছিল এক যুবককে। তাঁকে গ্রেপ্তারও করা হয়। পরে জানা গিয়েছিল ওই যুবক আদপে এই রাজ্যের বাসিন্দাই নয়। বিজেপি বিহার থেকে লোকজন এনে রাজ্যে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে। সেই অভিযোগও ওঠে রাজ্যের শাসক দলের তরফে। এবার এক কোটি মানুষকে রামনবমী উপলক্ষ্যে সমবেত করার ডাক দেওয়া হয়েছে। তাহলে কি বিজেপি বাইরে থেকে এবারও বাংলায় বিপুল পরিমাণ লোক আনার পরিকল্পনা করছে? সেই প্রশ্নও উসকে যাচ্ছে ওয়াকিবহাল মহলে। যদিও রাজ্য প্রশাসন কোনওরকম অশান্তি রুখতে বদ্ধপরিকর। কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা ইতিমধ্যেই জানিয়েছেন, “রামনবমী ঘিরে পর্যাপ্ত ব্যবস্থা থাকবে। সব কিছু খতিয়ে দেখা হচ্ছে।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
News Hub