Advertisement
Advertisement
Air quality index

দিল্লির বাতাসে ‘বিষ’, উদ্বেগ বাড়াচ্ছে উত্তরপ্রদেশ-বিহার, কোথায় দাঁড়িয়ে কলকাতা?

বাতাসের গুণগত মান মাপা হয় একিউআই (এয়ার কোয়ালিটি ইনডেক্স)-এর মাধ্যমে। একিউআই-এর মান কতটা হলে বাতাসের গুণগতমান ভালো হবে আর ঠিক কতটা থাকবে মান খারাপ হবে, তা নির্দিষ্ট করে দিয়েছে কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ড।

What about Kolkata Air quality index
Published by: Paramita Paul
  • Posted:November 19, 2024 5:53 pm
  • Updated:November 19, 2024 6:05 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিষিয়েছে বাতাস! রাজধানীতে নিশ্বাস নেওয়াই দুষ্কর। মঙ্গলবার সকালে দিল্লির বাতাসের গুণমান ছাড়িয়েছিল ৫০০। বেলা গড়াতে এই মাত্রা কিছুটা কমে। ‘বিষাক্ত’ শহরের তালিকায় দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে বিহারের পাটনা এবং উত্তরপ্রদেশের লখনউ। কোথায় দাঁড়িয়ে কলকাতা?

কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের তথ্য অনুযায়ী, পাটনার বাতাসের গুণগত মান ৩৫০ এবং লখনউয়ের মান ৩২১। দুই শহরের বাতাসের গুণমানই খুব খারাপের তালিকায় পড়ছে। উত্তরপ্রদেশের আরও সাত শহর এবং বিহারের কয়েকটি শহরের পরিস্থিতিও অত্যন্ত উদ্বেগজনক। বাতাসে বিষের নিরিখে পাটনা, লখনউয়ের থেকে বিশেষ পিছিয়ে নেই মধ্যপ্রদেশের ভোপালও (২০৯)। তার পরই রয়েছে পাঞ্জাবের চণ্ডীগড় (২০৪)। এর পরেই অবস্থান কলকাতার। বাতাসের গুণগত মান ১৭৮। মেট্রো সিটির মধ্যে বাতাসের গুণগত মান সন্তোষজনক মুম্বইয়ে (১২৩)।

Advertisement

বাতাসের গুণগত মান মাপা হয় একিউআই (এয়ার কোয়ালিটি ইনডেক্স)-এর মাধ্যমে। একিউআই-এর মান কতটা হলে বাতাসের গুণগতমান ভালো হবে আর ঠিক কতটা থাকবে মান খারাপ হবে, তা নির্দিষ্ট করে দিয়েছে কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ড। সিপিসিবি বলছে, গুণগত মান যদি ০ থেকে ৫০-এর মধ্যে থাকে তা হলে বাতাস ‘ভালো’। ৫১-১০০ এর মধ্যে থাকলে বাতাসের গুণগত মান সন্তোষজনক। ১০১-২০০ এর মধ্যে থাকলে বাতাসের গুণমান সামান্য খারাপ। ২০১-৩০০ এর মধ্যে থাকলে খারাপ, ৩০১-৪০০ থাকলে খুব খারাপ এবং ৪০১-৫০০ এর মধ্যে বাতাসের গুণগত মান থাকলে তা অতি ভয়ানক হিসেবে গণ্য করা হবে। এ প্রসঙ্গে বলে রাখা দরকার, নির্দিষ্ট সময়ের ব্যবধানে এই সূচকের মান পরিবর্তিত হয়।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement