Advertisement
Advertisement
West Bengal Weather Update

আগামী সপ্তাহেই বঙ্গে শীতের আমেজ, কবে বঙ্গে প্রবেশ করবে উত্তুরে হাওয়া?

মাঝ নভেম্বরে বদলাবে আবহাওয়া। ১৪ নভেম্বরের পর শীতের আমেজ বাড়বে পশ্চিমে জেলাগুলো-সহ গোটা বাংলায়।

West Bengal Weather Update: Winter likely to set in during next week in WB

ফাইল চিত্র।

Published by: Tiyasha Sarkar
  • Posted:November 8, 2024 10:39 am
  • Updated:November 8, 2024 11:20 am

নিরুফা খাতুন: নভেম্বরের প্রথম সপ্তাহ শেষ। এখনও দেখা নেই ঠান্ডার। সকালের দিকে কুয়াশা থাকলেও শীতের আমেজও অনুভূত হচ্ছে না। ফলে শীতপ্রেমীদের প্রশ্ন, কবে দেখা দেবে শীত? হাওয়া অফিস সূত্রে খবর, মাঝ নভেম্বরে বদলাবে আবহাওয়া। ১৪ নভেম্বরের পর শীতের আমেজ বাড়বে পশ্চিমে জেলাগুলো-সহ গোটা বাংলায়।

আন্দামান সাগর সংলগ্ন উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। এই নিম্নচাপ তৈরির ফলে সপ্তাহের শেষে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। জগদ্ধাত্রী পুজোর নবমীর দিন হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। ঐদিন পার্বত্য দুই জেলা এবং উপকূলের তিন জেলায় হালকা বৃষ্টি হতে পারে। শুক্র ও শনিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই শুষ্ক আবহাওয়া থাকবে। সকালের দিকে হালকা কুয়াশা বা ধোঁয়াশার পরিস্থিতি তৈরি হতে পারে। বেলা বাড়লে কোথাও আংশিক মেঘলা হবে আকাশ। তবে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। নভেম্বরের মাঝামাঝি আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। ওই সময় পরিবেশ অনুকূল হবে উত্তুরে হাওয়া প্রবেশের। নভেম্বরের ১৫ তারিখের পর থেকেই রাজ্যজুড়ে নামবে পারদ।

Advertisement

উত্তরবঙ্গেও মূলত শুষ্ক থাকবে আবহাওয়া। কাঞ্চনজঙ্ঘা রেঞ্জে বৃষ্টির সম্ভাবনা কম। তবে জলীয় বাষ্প থাকায় বাতাসে ধোঁয়াশার কিছুটা সৃষ্টি হবে। শনিবার পর্যন্ত সকালের দিকে সুস্পষ্ট কাঞ্চনজঙ্ঘা দেখার সম্ভাবনা থাকবে। দার্জিলিং, কালিম্পংয়ের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা খুব সামান্য। রবিবার থেকে পার্বত্য দুই জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা। বাকি উত্তরবঙ্গের কোনও জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই। তবে সকালের দিকে নিচের জেলা মালদহ ও দুই দিনাজপুরে কুয়াশার সম্ভাবনা।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement