নিরুফা খাতুন: সত্যি হল হাওয়া অফিসের পূর্বাভাস। মাঝ নভেম্বরেই নামল তাপমাত্রার পারদ। রাজ্যজুড়ে শীতের আমেজ। কুয়াশায় মুড়েছে পথঘাট। কলকাতার তাপমাত্রা নেমেছে কুড়ি ডিগ্রির নিচে। কবে জাঁকিয়ে শীতের দেখা মেলে সেই অপেক্ষায় শীতপ্রেমীরা।
হাওয়া অফিস সূত্রে খবর, অবশেষে রাজ্যজুড়ে শীতের আমেজ। পুরুলিয়ার তাপমাত্র নেমেছে ১২.৮ ডিগ্রিতে। বর্ধমান, আসানসোলের পারদও নিম্নমুখী। আগামী ২-৩ দিনে আরও নামবে পারদ। পাল্লা দিয়ে কলকাতার তাপমাত্রাও নেমেছে অনেকটা। শনিবার সকালে কলকাতার তাপমাত্রা নেমেছে ২০ ডিগ্রির নিচে। সকালে তিলোত্তমার পথঘাটও মুড়েছিল কুয়াশায়। আবহাওয়াবিদরা জানিয়েছেন, রাতের দিকে আরও নামবে পারদ। শুষ্ক থাকবে আবহাওয়া। সম্ভাবনা নেই বৃষ্টির।
উত্তরবঙ্গের মালদহ ও উত্তর দিনাজপুরে কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে। শনি ও রবিবার বিহার সংলগ্ন এই দুই জেলায় ঘন কুয়াশার সতর্কতা। দৃশ্যমানতা কমে ৫০ থেকে ২০০ মিটার হতে পারে। আগামী এক সপ্তাহ রীতিমতো মনোরম থাকবে আবহাওয়া। দার্জিলিং ও কালিম্পং জেলার পার্বত্য এলাকায় রবিবার বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। বাকি উত্তরবঙ্গের কোনও জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই।
প্রসঙ্গত, ঘন কুয়াশার দাপট থাকবে দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডিগড় ও বিহারে। ঘন কুয়াশার দাপট উত্তর ভারতেও। কেরল ও মাহেতে ভারী বৃষ্টির পূর্বাভাস। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস তামিলনাড়ু, পুদুচেরী ও কর্নাটকে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.