Advertisement
Advertisement

ব্রিটিশদের সঙ্গে গাঁটছড়া বেঁধে শারদোৎসবের বিপণন চায় বাংলা

টেমসের আদলে গঙ্গার পাড়েও একইরকম উৎসবের ভাবনা রয়েছে।

West Bengal to join hands with British Council to promote Durga Puja
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 5, 2018 9:44 am
  • Updated:July 5, 2018 9:44 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টেমসের পাড়ে দুর্গোৎসবের বিপণন। উদ্দেশ্য, শারদীয়ার সময় সাহেবদের বাংলায় টেনে আনা। এই লক্ষ্যে আগামী শুক্রবার কলকাতায় ব্রিটিশ কাউন্সিলের সঙ্গে রাজ্য সরকারের একটি চুক্তি হচ্ছে। সেখানে থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ব্রিটিশ কাউন্সিলের ডিরেক্টর৷

ব্রিটিশ কাউন্সিলের সঙ্গে রাজ্য সরকারের চুক্তি প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেছেন, “গত সফরের সময়েই আমি এ বিষয়ে কথা বলেছিলাম। তারই ফল এই পারস্পরিক উদ্যোগ। এতে সেখানকার পর্যটকরা এখানে আসার জন্য উৎসাহিত হবেন।” টেমস ফেস্টিভ্যালের সময় আগামী ১৩ আগস্ট থেকে ১৮ সেপ্টেম্বর সেখানে নানা অনুষ্ঠান হবে। যাকে কাজে লাগাতে চাইছে সরকার। সেখানে তুলে ধরা হবে বাংলার সংস্কৃতি। দুর্গাপুজোর সময়কার উৎসবের চেহারা। যাবে বিভিন্ন পর্যটন সংস্থা। সেখানকার পর্যটন সংস্থার সঙ্গে গাঁটছড়া বাঁধার জন্য উদ্যোগ নেওয়া হবে, যাতে করে সেখানকার উৎসাহীদের বাংলায় টেনে আনা যায়। গঙ্গার পাড়েও একইরকম উৎসবের ভাবনা রয়েছে। যেখানে ব্রিটেনের প্রতিনিধিরা অংশ নেবেন।

Advertisement

[বিধানসভা অভিযানে বাধা, সিপিএমের মহিলা সমিতির মিছিল আটকাল পুলিশ]

মুখ্যমন্ত্রী বুধবার নবান্নে বলেছেন, “এতদিন ধরে ওখানে নানা অনুষ্ঠান হবে। সেই সুযোগটা কাজে লাগাতে চাই। বাংলার উৎসব, দুর্গাপুজোর পোস্টার পড়বে। প্রচার হবে। বাংলার প্রতিনিধিরা থাকবেন। ফলে পুজোয় ওখানকার পর্যটকদের টেনে আনা যাবে। লন্ডন সফরের সময় বিষয়টি তুলেছিলাম। তাই হাউস অফ লর্ডসের সদস্য এবং ব্রিটিশ কাউন্সিলের গ্লোবাল ডেপুটি চেয়ারপার্সন ঊষা প্রসার কলকাতায় আসেন এটি কার্যকর করার জন্য।” বাংলার উৎসবকে রাজ্যের পর্যটনের সম্ভাবনাগুলি বিদেশি ও প্রবাসী বাঙালিদের কাছে তুলে ধরতে আগেই উদ্যোগ নিয়েছিল রাজ্য সরকার৷ পর্যটন শিল্পকে চাঙ্গা করতে এবার ব্রিটেনের এক প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করে বাংলার পর্যটন শিল্পকে তুলে ধরা হবে বলে জানা গিয়েছে৷

[টাকা নিয়ে কলেজে ভরতি ইস্যুতে কঠোর রাজ্য, মুখ্যমন্ত্রীর নির্দেশে পদ হারালেন জয়া]

এর আগে ২০১৬ সালে কলকাতায় মার্কিন কনসাল জেনারেল ক্রেগ হল-সহ কলকাতার মার্কিন উপ-দূতাবাসের এক প্রতিনিধি দল দক্ষিণ কলকাতার একাধিক মণ্ডপগুলি ঘুরে দেখেন। তাতে যোগ দিতে ওয়াশিংটন থেকে এসেছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রিন্সিপাল ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি৷ ক্রেগ হলের সঙ্গে জুটি বেঁধে প্রিন্সিপাল ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ঢাক বাজান মুদিয়ালিতে৷ মূলত, বাংলার উৎসব নিয়ে বিদেশিদের যে কৌতূল রয়েছে, তা কাজে লাগাতেই এই পদক্ষেপ বলে নবান্ন সূত্রে খবর৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement