Advertisement
Advertisement

Breaking News

West Bengal DGP

ডিজি নিয়োগে আর দিল্লির মুখাপেক্ষী হতে হবে না রাজ্যকে, নয়া বিধি প্রণয়নের প্রস্তাব মন্ত্রিসভায়।

ইতিমধ্যেই একাধিক রাজ্য এই ধরনের বিধি তৈরি করেছে।

West Bengal to get new law to appoint DGP

ফাইল ছবি।

Published by: Subhajit Mandal
  • Posted:April 8, 2025 9:55 pm
  • Updated:April 8, 2025 9:59 pm  

মলয় কুণ্ডু: রাজ্যের পুলিশ প্রধান বা ডিজি নিয়োগের ক্ষেত্রে আর দিল্লির মুখাপেক্ষী হয়ে থাকতে হবে না। সেক্ষেত্রে ডিজি নিয়োগে রাজ‌্য সরকারের নিজস্ব বিধি থাকতে হবে। সূত্রের খবর, এবার সেই নয়া বিধি প্রণয়নের প্রস্তাবে অনুমোদন দিল রাজ‌্য মন্ত্রিসভা। নবান্ন সূত্রে খবর, ডিজি নিয়োগে স্বাধীনভাবে নয়া বিধি প্রণয়নের ক্ষেত্রে একটি কমিটি তৈরি করা হবে। যার শীর্ষে থাকবেন হাই কোর্টের অবসরপ্রাপ্ত একজন বিচারপতি। থাকবেন মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিব, অবসরপ্রাপ্ত ডিজি-সহ আরও কয়েকজন সদস‌্য।

এতদিন পর্যন্ত রাজ্য পুলিশের ডিরেক্টর জেনারেল বা ডিজি নিয়োগের ক্ষেত্রে রাজ‌্যকে সিনিয়র পুলিশ কর্তাদের নামের তালিকা পাঠাতে হত কেন্দ্রীয় সরকারকে। সেই তালিকা খতিয়ে দেখে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন বা ইউপিএসসি তিন জনের নাম প্রস্তাব করত। সেই তিন পুলিশকর্তার মধ্যে থেকে একজনকে বেছে নিতে হত রাজ‌্য সরকারকে।

Advertisement

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ২০০৬ সালে প্রকাশ সিং মামলায় সুপ্রিম কোর্ট বেশ কিছু নির্দেশ দেয়। এই নির্দেশের লক্ষ্য ছিল রাজ্যের পুলিশ বাহিনীর নেতৃত্বে স্বচ্ছতা, যোগ্যতা এবং স্থিতিশীলতা নিশ্চিত করা। রাজ‌্য এই নয়া বিধি প্রণয়ন করলে আর কোনও নামের তালিকা ইউপিএসসি-কে পাঠানোর প্রয়োজন পড়বে না। রাজ্যের এমন পদক্ষেপ প্রশাসনিক ক্ষেত্রে অত‌্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। ইতিমধ্যেই বেশ কয়েকটি রাজ‌্য বিধি প্রণয়ন করে তার ভিত্তিতে ডিজি নিয়োগ করছে। এবার রাজ‌্য সরকারও সেই বিধি তৈরির পদক্ষেপ শুরু করল।

অন‌্যদিকে, এদিনই মন্ত্রিসভার বৈঠকে আরও একটি গুরুত্বপূর্ণ কমিটি তৈরি করা হয়েছে বলে খবর। প্রশাসনের বিভিন্ন দপ্তরের মামলা সংক্রান্ত বিষয় নজরদারির জন্য একটি মন্ত্রীগোষ্ঠী তৈরি করা হয়েছে। এই মন্ত্রিগোষ্ঠীতে রয়েছেন অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম, ব্রাত্য বসু, মলয় ঘটক, চন্দ্রিমা ভট্টাচার্য ও শশী পাঁজা। থাকছেন মুখ‌্যসচিব মনোজ পন্থও। বিভিন্ন দপ্তরের আইনি প্রক্রিয়া এবং মামলা সংক্রান্ত বিষয়ে নজরদারির পাশাপাশি প্রয়োজনীয় পরামর্শও এই মন্ত্রিগোষ্ঠী দেবে বলে সূত্রের খবর।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement