Advertisement
Advertisement

রাজ্যের ২ কোটি ২৩ লক্ষ পড়ুয়াকে হাম-রুবেলার টিকা, বিরাট সাফল্য মমতা সরকারের

৯৩ শতাংশ শিশুর টিকাকরণ সম্পন্ন।

West Bengal successfully completed Measles Rubella Vaccination Campaign | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:June 13, 2023 4:42 pm
  • Updated:June 13, 2023 4:42 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাম ও রুবেলার (Measles Rubella) টিকাকরণে বিরাট সাফল্য পেল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। মাত্র ৩ মাসে রাজ্যের ৯ মাস থেকে ১৫ বছর বয়সি ৯৩ শতাংশ শিশুর টিকাকরণ সম্পন্ন করল সরকার। যা মোট লক্ষ্যমাত্রার প্রায় ৯৬ শতাংশ। মঙ্গলবার এই সাফল্য টুইটে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

ইউনিসেফ (UNICEF)-এর গাইডলাইন মেনে রাজ্যে জানুয়ারি মাস থেকে শুরু হয়েছিল ‘এম আর’ টিকাকরণ কর্মসূচি। সেই কর্মসূচি চলে ৩১ মার্চ পর্যন্ত। কেন্দ্র চেয়েছিল কমিউনিটি বা এলাকা ধরে গণটিকাকরণ। কিন্তু টিকাকরণের গতি বাড়াতে স্কুল থেকে পাড়া-সর্বত্র টিকা দেওয়ার নির্দেশ দিয়েছিল নবান্ন। তাতেই এই বিরাট সাফল্য। রাজ্য সরকারের এই বিকল্প নীতির ফলে রাজ্যের টিকাকরণের হার দেশের মধ্যে অন্যতম সেরা।

[আরও পড়ুন: চাপ কাটাতে যোগাসন করুন চেয়ারে বসেই, কর্মীদের জন্য Y-ব্রেক-এর পরামর্শ কেন্দ্রের]

মঙ্গলবার টুইটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন,”রাজ্য সরকার ৯ জানুয়ারী থেকে ৩১ মার্চ পর্যন্ত সফলভাবে হাম-রুবেলার টিকা দিয়েছে। মোট ২ কোটি ২৩ লক্ষ শিশুকে টিকা দেওয়া হয়েছে, যা কিনা লক্ষ্যমাত্রার ৯৬ শতাংশ এবং রাজ্যের মোট জনসংখ্যার প্রায় ২২ শতাংশ। রাজ্যের ৯৩ শতাংশ শিশু এই পর্বে হাম-রুবেলার টিকা পেয়ে গেল। রাজ্যের টিকাকরণের গতি দেশের মধ্যে অন্যতম সেরা।” মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রাজ্যের টিকাকরণের গতি সম্পর্কে WHO, ইউনিসেফ (UNICEF) কর্তা এবং আন্তর্জাতিক বিশেষজ্ঞরাও।

[আরও পড়ুন: পুরীর জগন্নাথ মন্দিরে ওড়ানো যাবে না ড্রোন, রথযাত্রার আগে কড়া নিষেধাজ্ঞা পুলিশের]

ঘটনা হল, আফ্রিকার বিভিন্ন দেশে প্রতি ৬-৯ বছর অন্তর অতিমারীর মতো আছড়ে পড়ে রুবেলা। অতি সংক্রামক ভাইরাসটি ১৯৬২ সালে বিশ্বে ত্রাস সৃষ্টি করেছিল, রুবেলায় সংক্রমিত অনেক গর্ভবতী বিকলাঙ্গ সন্তান প্রসব করেন। আর সদ্য ফেলে আসা বছরে ইউরোপের দেশগুলোয় স্কুলপড়ুয়াদের মধ্যে হামের সংক্রমণ লাগামছাড়া। হাম ছড়িয়েছে মুম্বইয়েও। নভি মুম্বইয়ে তো হাম বা মিজলসের দাপট মারাত্মক আকার নিয়েছে। শিশুদের সুরক্ষা কবচ দিতে তাই আগাম প্রতিরোধের পথে নেমেছে পশ্চিমবঙ্গ।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement