Advertisement
Advertisement

Breaking News

আগস্টে এসএসসির মাধ্যমে নিয়োগ রাজ্যে

কবে থেকে, কোথায় মিলবে আবেদনের ফর্ম?

West Bengal School Service Commision to recruit clerk and groud d staff
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 30, 2016 1:02 pm
  • Updated:July 13, 2018 6:36 pm  

স্টাফ রিপোর্টার: ক্লার্ক ও গ্রুপ ডি অফিস কর্মী নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার৷ শুক্রবার স্কুল সার্ভিস কমিশন এক বিজ্ঞপ্তি জারি করে এ কথা জানিয়েছে৷ www.westbengalssc.com নির্ধারিত ওয়েবসাইটে বিস্তারিত তথ্য দেওয়া থাকবে৷ স্কুল সার্ভিস কমিশনের এই ওয়েবসাইটে ৮ আগস্ট বিকেল ৫টায় খুলে দেওয়া হবে৷ তথ্য এবং নিয়মাবলির বিবরণ দেখে নেওয়া যাবে৷ ওই ওয়েবসাইটেই ১০ আগস্ট থেকে অনলাইন আবেদনের ফর্ম পাওয়া যাবে৷

অন্যদিকে, প্রাথমিকে শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলার শুনানি ফের পিছিয়ে গেল৷ গত বছর প্রাথমিকে যে টেট নেওয়া হয়েছিল তার প্রশ্নপত্র ফাঁস হয়েছে বলে হাই কোর্টে মামলা হয়৷ বিচারপতি দীপঙ্কর দত্ত ফল প্রকাশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেন৷ মামলাকারীদের বক্তব্য ছিল, ওই পরীক্ষা বাতিল করে নতুন করে পরীক্ষা নেওয়া হোক৷ রাজ্য সরকারের বক্তব্য, প্রশ্ন ফাঁস হয়নি৷ একটি বান্ডিল হারিয়ে গিয়েছিল তা পরে পাওয়া যায়৷ পরীক্ষা দিয়েছেন কয়েক লক্ষ ছাত্র-ছাত্রী৷ সরকার পক্ষের বক্তব্য, তারা চায় দ্রুত ফল প্রকাশ করে প্রাথমিকে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু হোক৷ কিন্তু আদালতের স্থগিতাদেশের ফলে তা সম্ভব হচ্ছে না৷ এমত অবস্থায় সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্চ করে রাজ্য সরকার ডিভিশন বেঞ্চে যায়৷ শুক্রবার সেই মামলার শুনানি হওয়ার কথা ছিল৷ তা হয়নি৷ আগামী সপ্তাহে এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা আছে৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement