সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ডিসেম্বর মাস পড়তেই না পড়তেই শহরের শরীরজুড়ে থাবা বসালো শীত। গত কয়েকদিনের তুলনায় বৃহস্পতিবার ফের নামল তাপমাত্রার পারদ। হাওয়া অফিস অবশ্য আগেই জানান দিয়েছিল ডিসেম্বরের প্রথম সপ্তাহে তাপমাত্রা নিম্নমুখী হতে চলেছে। মিলে গেল সেই পূর্বাভাসই। আজ কলকাতার তাপমাত্রা কমে দাঁড়াল ১৬ ডিগ্রিরও নিচে। কলকাতা-সহ গোটা রাজ্যেই ব্যাপক ঠান্ডার দাপট। সকালেই কুয়াশার চাদরে ঢেকেছে কলকাতার পথঘাট।
গত মঙ্গলবারই একধাক্কায় তাপমাত্রার পারদ নেমেছিল আড়াই ডিগ্রি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬ ডিগ্রির কোঠায়। দীর্ঘ প্রতীক্ষার পর শীতের আমেজ উপভোগ করতে পেরেছিল কলকাতাবাসী। বুধবার অবশ্য সেই তাপমাত্রা খানিক হলেও বেড়েছিল। ছিল ১৭ ডিগ্রি। চলছে তাপমাত্রা ওঠানামার খেলা। তবে, বৃহস্পতিবার সকালেই উত্তুরে হাওয়ার জেরে কেঁপে উঠল কলকাতাবাসী। হাওয়া অফিসের রিপোর্ট বলছে, হিসেব অনুযায়ী আজ মরশুমের শীতলতম দিন। গত মঙ্গলবারের পর ফের তাপমাত্রার পারদ নেমে দাঁড়াল ১৫.৯ ডিগ্রি। এই মরশুমে প্রথমবার ১৬ ডিগ্রির নিচে নামল তাপমাত্রা।
বৃহস্পতিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৯ ডিগ্রি সেলসিয়াস, যা ডিসেম্বরের প্রথম সপ্তাহ অনুযায়ী স্বাভাবিক। আর সর্বোচ্চ তাপমাত্রা ২৭.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। বাতাসে আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৯৫ এবং সর্বনিম্ন ৪২ শতাংশ। তবে কি অচিরেই জাঁকিয়ে শীত পড়তে চলেছে কলকাতায়? তা অবশ্য এখনই স্পষ্ট করে বলা সম্ভব হয়নি আবহাওয়া দপ্তরের তরফে। সময় লাগবে আরও কিছুটা। শুধু কলকাতাই নয়, রাজ্যের অন্যান্য জেলাগুলিতেও একই চিত্র। বৃহস্পতিবার রাজ্যের অন্যান্য জেলাগুলিতেও তাপমাত্রা নিম্নমুখী। হাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী, চলতি সপ্তাহেই ঠান্ডা আরও বাড়ার সম্ভাবনা রয়েছ বাংলায়। আর ডিসেম্বরের মাঝামাঝি থেকেই জাঁকিয়ে শীত নামবে শহর তথা রাজ্যে।
আগামী ৪৮ ঘন্টা তাপমাত্রার সেরকম হেরফের হবে না বলেই জানা গিয়েছে হাওয়া অফিসের রিপোর্টে। তবে আগামীকাল অর্তাৎ শুক্রবার বিকেলের পর ফের উত্তুরে হাওয়ার সামনে প্রাচীর হয়ে দাঁড়াতে পারে নতুন করে তৈরি হওয়া পশ্চিমী ঝঞ্ঝা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.