Advertisement
Advertisement
প্রাথমিক শিক্ষক

বেতন বৃদ্ধির বিজ্ঞপ্তিতে কাটল জট, ১৪ দিনের অনশনে ইতি প্রাথমিক শিক্ষকদের

সরকার দাবি মানার পরই অনশন প্রত্যাহারের সিদ্ধান্ত।

West Bengal primary teachers withdraw their hunger strike
Published by: Subhajit Mandal
  • Posted:July 26, 2019 8:08 pm
  • Updated:July 26, 2019 8:08 pm  

দীপঙ্কর মণ্ডল: বেতনবৃদ্ধির নির্দেশিকা জারির পরই অনশন প্রত্যাহার করলেন প্রাথমিক শিক্ষকরা। বেতন বৃদ্ধি এবং বদলি সংক্রান্ত দাবি সরকার মেনে নেওয়ায় আন্দোলনরত শিক্ষকরা তা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিলেন। টানা ১৪ দিনের অনশনের পর শুক্রবার বেতনবৃদ্ধি সংক্রান্ত নির্দেশিকা হাতে পাওয়ার পর তা প্রত্যাহার করেন শিক্ষকরা।

[আরও পড়ুন: ‘উৎসব বন্ধ করে এঁদের টাকা আগে মেটান’, শিক্ষকদের অনশন নিয়ে মমতাকে খোঁচা অপর্ণার]

ন্যায্য বেতনের দাবিতে সপ্তাহ দুয়েক আগেই বিকাশ ভবনের সামনে অনশনে বসেন উস্তি ইউনাইটেড নামের এক শিক্ষক সংগঠনের সদস্যরা। তাদের দাবি ছিল, এনসিটিই-র নিয়মানুযায়ী, যোগ্যতার ভিত্তিতে বেতন দিতে হবে। প্রাথমিক শিক্ষকদের সেই PRT-স্কেলের দাবি পূরণ করতে না পারলেও রাজ্য সরকার সাধ্যমতো বেতন হার ঘোষণা করেছে। রাজ্যের তরফে শুক্রবারই নির্দেশিকা দিয়ে জানানো হয়েছে, প্রশিক্ষিত প্রাথমিক শিক্ষকদের নতুন গ্রেড পে হচ্ছে ৩৬০০ টাকা। আগে তাঁরা পেতেন ২৬০০ টাকার গ্রেড-পে। অপ্রশিক্ষিতদের গ্রেড-পে ছিল ২৩০০ টাকা। তাদের গ্রেড-পে করা হয়েছে ২৯০০ টাকা। এবং এই নতুন বেতন কাঠামো কার্যকর হয়ে যাবে আগামী মাস থেকেই। অর্থাৎ ১ আগস্ট ২০১৯ থেকে। নির্দেশিকায় বলা হয়েছে, শিক্ষকরা এতদিন দ্বিতীয় গ্রেড-পে অনুযায়ী বেতন পেতেন। এবার থেকে তাঁরা পাবেন তৃতীয় গ্রেড-পে অনুযায়ী। রাজ্যের এই নির্দেশিকা হাতে পাওয়ার পরই নিজেদের মধ্যে আলোচনা শুরু করেন প্রাথমিক শিক্ষকরা। আজ অনশন মঞ্চে অপর্ণা সেন-সহ যে সমস্ত বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন তাদের সঙ্গেও আলোচনা করেন আন্দোলনরত শিক্ষকরা। তারপরই অনশন প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়।

Advertisement

[আরও পড়ুন: বেতন বাড়ল প্রাথমিক শিক্ষকদের, নির্দেশিকা জারি রাজ্য সরকারের]

এছাড়া শিক্ষকদের আরও একটি ছিল, যে ১৪ জন শিক্ষকের অনৈতিকভাবে বদলি করা হয়েছে, তা বাতিল করতে হবে। সেই দাবিও, মেনে নিয়েছেন শিক্ষামন্ত্রী। বৃহস্পতিবার নজরুম মঞ্চেই শিক্ষামন্ত্রী বলেন, ওই ১৪ জন শিক্ষকের বদলি যেন নিয়ম মেনে হয়, সে বিষয়ে নির্দেশ দিয়েছেন তিনি। শুক্রবারই জানিয়ে দেওয়া হয়, সেই ১৪ জনের বদলিরও নির্দেশও দ্রুত প্রত্যাহার করা হবে। এই ঘোষণার পরই অনশন প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন প্রাথমিক শিক্ষকরা। এর ফলে ১৪ দিন ধরে চলে আসা অনশন এবং ধরনা কর্মসূচিতে আপাতত ইতি পড়ল। তাতে স্বস্তির নিশ্বাস পড়ল রাজ্য সরকারেরও।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement