Advertisement
Advertisement

Breaking News

অর্জুন সিং

‘অশান্তির দায় অর্জুন সিংয়ের’, বারাকপুরের রাজনৈতিক সংঘর্ষে সাংসদকে কাঠগড়ায় তুলল পুলিশ

দোষীদের যথাযথ শাস্তি দেওয়া হবে, ঘোষণা এডিজি (আইন-শৃঙ্খলা) জ্ঞানবন্ত সিংয়ের৷

West Bengal Police accused Arjun Singh about Barrackpur violence
Published by: Tanujit Das
  • Posted:September 2, 2019 4:19 pm
  • Updated:September 2, 2019 4:27 pm  

সন্দীপ চক্রবর্তী: শ্যামনগর থেকে শুরু করে ভাটপাড়া, জগদ্দল ও তৎসংলগ্ন এলাকায় রবিবার যে উত্তেজনার ঘটনা ঘটেছে, তার সম্পূর্ণ দায় বারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের৷ তাঁর ছেলে পবন সিংয়ের নেতৃত্বেই হামলা চালিয়েছে দুষ্কৃতীরা৷ সোমবার সাংবাদিক সম্মেলনে এমনই বিস্ফোরক দাবি করলেন রাজ্য পুলিশের এডিজি (আইন-শৃঙ্খলা) জ্ঞানবন্ত সিং৷

[ আরও পড়ুন: ফের সাফল্য এসটিএফের, কলকাতা থেকে ধৃত আরও ১ জেএমবি জঙ্গি ]

Advertisement

পাশাপাশি, তিনি সাফ জানান, বারাকপুর ও তৎসংলগ্ন এলাকায় কোনও ধরনের অশান্তি বরদাস্ত করবে না পুলিশ৷ যারা আগামিদিনে ওই এলাকাকে উত্তপ্ত করার চেষ্টা করবে অথবা যারা রবিবার উত্তেজনা তৈরি করেছে, তাঁদের প্রত্যেকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে প্রশাসন৷ যথাযথ শাস্তি পাবে দোষীরা৷ রবিবারের ঘটনার পর পুলিশ-প্রশাসন ও বারাকপুরের পুলিশ কমিশনার মনোজ ভার্মার বিরুদ্ধে অভিযোগের আঙুল তোলে একাংশ৷ একাধিক ভিডিওতে এই দুঁদে পুলিশ অফিসারকে প্রকাশ্যে শূন্যে দিকে গুলি চালাতে এবং লাঠি চার্জ করতেও দেখা যায়৷ যার সমালোচনায় সরব হয় বিজেপি৷ লাঠি চার্জ করে মনোজ ভার্মা অর্জুন সিংকে খুন করতে চেয়েছে বলেও অভিযোগ করে গেরুয়া শিবির৷ এদিন সেই সমস্ত অভিযোগের উত্তর দেন জ্ঞানবন্ত সিং৷ স্পষ্ট জানান, অত্যন্ত সফল্যের সঙ্গে রবিবার পরিস্থিতি সামাল দিয়েছেন মনোজ ভার্মা৷ পরিকল্পিত ভাবে দুষ্কৃতীরা এলাকাকে উত্তপ্ত করে তুলেছিল৷ যার নেতৃত্ব ছিলেন অর্জুন সিং৷ তার নেতৃত্বেই পুলিশের দিকে ইট বৃষ্টি করছিল ক্ষুব্ধ জনতা৷ মারমুখী সেই জনতাকে ভয় দেখাতেই শূন্যে গুলি ছোঁড়েন মনোজ ভার্মা৷

[ আরও পড়ুন: অর্জুনের উপর হামলার প্রতিবাদে বিধানসভায় বিক্ষোভ, সাসপেন্ড বিধায়ক দুলাল বর ]

এখানেই শেষ নয়, মনোজ ভর্মার কাজের প্রশংসাও করেন রাজ্য পুলিশের এডিজি (আইন-শৃঙ্খলা)৷ তিনি জানান, মাথা ঠাণ্ডা করে পরিস্থিতি সামাল দিয়েছেন বারাকপুরের পুলিশ কমিশনার৷ পুলিশ একটু বেসামাল হলেই, পরিস্থিতি আরও খারাপের দিকে যেতে পারত৷

উল্লেখ্য, পার্টি অফিস দখল ও পুনর্দখলকে কেন্দ্র করে রবিবার থেকে উত্তপ্ত হয়ে ওঠে শ্যামনগর৷ সাংসদ অর্জুন সিংয়ের গাড়ি ভাঙচুরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে৷ এরপর সেই উত্তেজনার আঁচ ছড়িয়ে পড়ে ভাটপাড়া, জগদ্দল-সহ বারাকপুর লোকসভার বিস্তৃর্ণ এলাকায়৷ পুলিশের সঙ্গে জনতার খণ্ডযুদ্ধ বেধে যায়৷ পুলিশকে লক্ষ্য করে ইট ছোঁড়ে ক্ষুব্ধ জনতা৷ পরে লাঠিচার্জও করে পুলিশ৷ লাঠির ঘায়ে মাথা ফাটে অর্জুন সিংয়ের৷ যে ঘটনার তীব্র প্রতিবাদ করে বিজেপি৷ ঘটনার বিবরণ জানিয়ে প্রধানমন্ত্রী দপ্তর ও স্বরাষ্ট্রমন্ত্রকে অভিযোগ করে গেরুয়া শিবির৷ ঘটনার প্রতিবাদে সোমবার সকাল থেকে ১২ ঘণ্টা বনধ পালন করছে পদ্মশিবির৷ ইতিমধ্যে বারাকপুর থেকে ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ এলাকার পরিস্থিতি থমথমে৷  

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement