Advertisement
Advertisement

পার্শ্ব শিক্ষকদের বেতন একলাফে অনেকখানি বাড়িয়ে চমক শিক্ষামন্ত্রীর

পার্শ্ব শিক্ষকদের অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়ারও আশ্বাস শিক্ষামন্ত্রীর৷

West Bengal para teachers get pay hike
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 9, 2018 2:56 pm
  • Updated:July 9, 2018 2:56 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবশেষে মিটল দাবি৷ রাজ্যের ৪৬ হাজার পার্শ্বশিক্ষকের বেতন প্রায় দ্বিগুণ বাড়ানোর কথা ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ আজ, তৃণমূলপন্থী পার্শ্ব শিক্ষক মঞ্চের ডাকা একটি সভা থেকে শিক্ষামন্ত্রীর ঘোষণা, ‘‘প্রাথমিকে পার্শ্ব শিক্ষকদের বেতন পাঁচ হাজার ৯৫৪ থেকে বাড়িয়ে ১০ হাজার ও উচ্চ প্রাথমিকে ৮ হাজার ১৮৬ থেকে বাড়িয়ে ১৩ হাজার টাকা করা হবে৷’’ পয়লা মার্চ ২০১৮ থেকে কার্যকর নয়া ব্যবস্থা৷

[‘বাধ্য হয়েই সিদ্ধান্ত’, যাদবপুরে পড়ুয়াদের মুখোমুখি হয়ে জানালেন উপাচার্য]

শুধু বেতন বাড়ানোর ঘোষণার পাশাপাশি পার্শ্ব শিক্ষকদের অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়ার আশ্বাসও দেন শিক্ষামন্ত্রী৷ পার্শ্ব শিক্ষকদের স্থায়ীকরণের ১০ শতাংশ থেকে বাড়িয়ে ২০ শতাংশ সংরক্ষণ করা হবে বলেও জানান৷ এছাড়াও, পার্শ্ব শিক্ষকদের স্কুলের পরিচালন কমিটিতে অন্তর্ভুক্তি ও স্টাফ রুমে বসার অধিকার প্রসঙ্গেও এদিন আশ্বাস দেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়৷ বলেন, ‘‘জানি, আপনাদের অনেক সমস্যা আছে৷ সেগুলি নিয়ে বসে আলোচনা হবে৷’’ এদিন একগুচ্ছ ঘোষণার সঙ্গে সঙ্গে পার্শ্ব শিক্ষকদের বিরুদ্ধে হুঁশিয়ারি দিতেও ছাড়েননি পার্থ৷ বলেন, ‘‘কথা কথায় মামলা করবেন না৷ মামলা-টামলা করে কিছুই হয় না৷ সমস্যা থাকলে বলুন৷ আলাপ-আলোচনার মাধ্যমে মিটিয়ে দেওয়া হবে৷’’

Advertisement

[এবার বাড়িতে বসেই থানায় অভিযোগ দায়ের, নয়া অ্যাপ চালু করল কলকাতা পুলিশ]

আজ, সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পার্শ্ব শিক্ষকদের নিয়ে গঠিত তৃণমূল সংগঠনের প্রথম সম্মেলনে বেতন বৃদ্ধি-সহ একাধিক সুযোগ-সুবিধা পাইয়ে দেওয়ার ঘোষণায় বেশ খুশি রাজ্যের পার্শ্ব শিক্ষকদের একটা বড় অংশ৷ কারণ, বাম আমলে নিয়োগ হওয়ার পর থেকে তাঁদের চাকরির নিরাপত্তা, বেতন কাঠামো কোনও কিছুরই স্থায়িত্ব ছিল না৷ সারাদিন ছাত্র পড়িয়ে জুটত মাত্র পাঁচ হাজার টাকা৷ দ্রব্যমূল্যের বাজারে মাত্র পাঁচ হাজার টাকায় সংসার চালানো দায় হয়ে পড়েছিল তাঁদের৷ দিনে শিক্ষকতা ও বিকালে টিউশন  এমনকী রাতে ব্যবসায়ীদের খাতা লিখে পরিবার চালাতে হয়েছে অধিকাংশ শিক্ষককে৷ দীর্ঘ দিনের এই ব্যবস্থার অবসান চেয়ে একাধিক দাবিতে পথে নামেন পার্শ্ব শিক্ষকরা৷ কিন্তু নানা প্রতিশ্রুতি থাকলেও তাঁদের মৌলিক সমস্যার সমাধান হয়নি৷ দীর্ঘ প্রতিশ্রুতির পর আজ অবশেষে মিলল কিছুটা স্বস্তি৷ এদিন বেতন বাড়ার ঘোষণার পর থেকেই স্থায়ীকরণের স্বপ্ন দেখতে শুরু করেছেন পার্শ্ব শিক্ষকদের একাংশ৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement