Advertisement
Advertisement

Breaking News

West Bengal Panchayat Election 2023

West Bengal Panchayat Election 2023: স্পর্শকাতর জেলায় কেন্দ্রীয় বাহিনী, নির্দেশ পুনর্বিবেচনায় হাই কোর্টে কমিশন

কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে কমিশন এখনও সিদ্ধান্ত নেয়নি।

West Bengal Panchayat Election 2023: State Election Commission to move HC over Central force deployment verdict

ছবি: শুভজিৎ মুখোপাধ্যায়।

Published by: Paramita Paul
  • Posted:June 15, 2023 8:43 am
  • Updated:June 15, 2023 4:11 pm  

স্টাফ রিপোর্টার: পঞ্চায়েত ভোটে (West Bengal Panchayat Election 2023)  কেন্দ্রীয় বাহিনী নিয়ে হাই কোর্টের ডিভিশন বেঞ্চের রায় পুনর্বিবেচনার আবেদন নিয়ে আজ অর্থাৎ বৃহস্পতিবার ফের কোর্টে যাচ্ছে রাজ‌্য নির্বাচন কমিশন। কমিশন সূত্রে জানা গিয়েছে, প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে ‘রিভিশন অ্যাপ্লিকেশন’ জমা দেবে। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে কমিশন বুধবার পর্যন্ত কোনও সিদ্ধান্ত নেয়নি। হাই কোর্ট তাদের রায়ে স্পর্শকাতর একাধিক জেলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের বিষয়টি কমিশনকে বিবেচনা করতে বলেছে।

এদিকে, রাজ্য নির্বাচন কমিশনের অতিরিক্ত দায়িত্বে এলেন আইএএস সঞ্জয় বনশল। কমিশন সূত্রে খবর, নবনিযুক্ত রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহাকে সাহায্য করার জন্যই রাজ্যের অনগ্রসর শ্রেণি উন্নয়ন দপ্তরের সচিব বনশলকে এই নতুন দায়িত্ব। আগামী ৮ জুলাই রাজ্যে ২২টি জেলার ৩ হাজার ৩১৭টি গ্রাম পঞ্চায়েতের ৬৩ হাজার ২৮৩টি আসনে ভোট করার উদ্দেশে বর্তমানে মনোনয়ন জমার কাজ চলছে। সঙ্গে নির্বাচন হবে ৯২৮টি জেলা পরিষদ ও ৯ হাজার ২১৭টি পঞ্চায়েত সমিতির আসনে।

Advertisement

[আরও পড়ুন: হাওয়ালায় ১১ কোটি লেনদেন, ১০০ ব্যাংক অ্যাকাউন্ট, ‘কালীঘাটের কাকু’র বিরুদ্ধে বিস্ফোরক ED]

বিপুল সংখ‌্যক এই আসনের জন‌্য মনোনয়ন জমা, স্ক্রুটিনি, মনোনয়ন প্রত্যাহার, আইনশৃঙ্খলা ও নিরাপত্তার পাহাড়প্রমাণ কাজের চাপ এখন রাজ‌্য নির্বাচন কমিশনের ঘাড়ে। নবান্ন সূত্রে খবর, এই চাপ সামলাতেই নবনিযুক্ত রাজ‌্য নির্বাচন কমিশনার রাজীব সিনহাকে সাহায‌্য করবেন বনশল। প্রশাসনিক মহল সূত্রে খবর, রাজ্য নির্বাচন কমিশনে অতিরিক্ত দায়িত্ব দিয়ে অতীতে কোনও আইএএস আধিকারিককে বসানো হয়নি। এই ঘটনাকে ‘নজিরবিহীন’ বলছেন প্রশাসনিক কর্তারা। বনশলের নতুন দায়িত্ব নিয়ে বুধবার সরকারিভাবে কোনও ঘোষণাও হয়নি। রাজ‌্য নির্বাচন কমিশনের পক্ষ থেকেও স্পষ্ট করে এ বিষয়ে কিছু জানানো হয়নি।

এ নিয়ে প্রশ্ন করা হলে কমিশনের এক শীর্ষ কর্তার সংক্ষিপ্ত মন্তব‌্য, ‘‘উনি কমিশনারকে সাহায‌্য করবেন।’’ কমিশনের আরেক কর্তার কথায়, সরকারিভাবে অনগ্রসর শ্রেণি উন্নয়ন সচিব পদেই থাকছেন বনশল। পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসাবে কমিশনারকে সাহায‌্য করবেন। মঙ্গলবার সন্ধ‌্যায় রাজ‌্য নির্বাচন কমিশনার রাজীব সিনহার সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেন সঞ্জীব বনশল। তখনই কমিশনে বনশলের অন্তর্ভুক্তি নিয়ে জল্পনা ছড়ায়। সেই ধোঁয়াশা কিছুটা কাটল এদিন।

[আরও পড়ুন: নবজোয়ার কর্মসূচির মাঝে সমাজসেবা, জয়নগরে পৌঁছে রক্ত দিলেন অভিষেক]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement