ফাইল ছবি
স্টাফ রিপোর্টার: রাজ্য ডিম উৎপাদনে স্বনির্ভর হতে চলেছে। মঙ্গলবার বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে এমনই জানালেন প্রাণীসম্পদ বিকাশ মন্ত্রী স্বপন দেবনাথ। এদিন প্রশ্নোত্তরপর্বে বিধায়ক সমীরকুমার জানা মন্ত্রীর কাছে জানতে চান, রাজ্য সরকার সত্যি কি ডিম উৎপাদনে স্বনির্ভর হতে চলেছে? তাই যদি হয়, তা হলে রাজ্যে ডিমের বার্ষিক চাহিদা কত?
প্রশ্নের উত্তরে মন্ত্রী স্বপন দেবনাথ বলেন, ‘‘ একথা সত্যি যে, রাজ্য ডিম উৎপাদনে স্বনির্ভর হতে চলেছে। রাজ্যে ডিমের বার্ষিক চাহিদা ১ হাজার ৫২৮ কোটি।” ডিমের চাহিদা বেড়েই চলেছে বলে বিধানসভায় তিনি জানান। স্বপন দেবনাথের কথায়, ডিম—দুধ—মাছ সবচেয়ে বেশি প্রয়োজন। ডিম উৎপাদনে স্বনির্ভর হতে রাজ্য সরকার কী ব্যবস্থা গ্রহণ করেছে সেই বিস্তারিত তথ্যও দেন। বলেন, গত ১১ মে পর্যন্ত ৮.৬ কোটি মুরগি ও হাঁসছানা বিভিন্ন ব্যক্তি, উপভোক্তাদের হাতে তুলে দেওয়া হয়েছে।
জানা গিয়েছে, রাজ্যে মোট ১১৪টি বেসরকারি খামার গড়ে উঠেছে। বার্ষিক ডিম উৎপাদন ক্ষমতা ২৫০ কোটি। ৩ লক্ষ ক্ষমতা সম্পন্ন খামার থেকে ২.৫ লক্ষ ডিম পাওয়া যায় প্রতিদিন। ডিম উৎপাদনে ভারতে চতুর্থ স্থানে পশ্চিমবঙ্গ দাবি করেন মন্ত্রী। এছাড়া হাঁস—মুরগির চিকিৎসার জন্য ভেটেরিনারি মোবাইল ইউনিট ও ক্লিনিক রয়েছে। দুয়ারে স্বাস্থ্যসেবা পৌঁছেছে বলেও জানান তিনি। প্রাণীসম্পদ বিকাশ দপ্তরের টোল—ফ্রি নম্বরে ফোন করলেও মেলে পরিষেবা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.