Advertisement
Advertisement
West Bengal Health Department covid vaccination

Covid-19: টিকাকরণে গাফিলতি বরদাস্ত নয়, কড়া নির্দেশিকা জারি রাজ্য স্বাস্থ্য দপ্তরের

ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ না পাওয়ায় সমস্যায় পড়ছেন অনেকেই।

West Bengal Health Department issues a SOP over covid vaccination । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:July 28, 2021 4:16 pm
  • Updated:July 28, 2021 4:42 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনা ভাইরাসের (Coronavirus) থাবা থেকে বাঁচতে টিকাকরণের উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। অথচ রাজ্যজুড়ে টিকাকরণ নিয়ে অভিযোগের অন্ত নেই। রাজ্যের বিভিন্ন প্রান্তে উঠেছে ভ্যাকসিনের আকালের অভিযোগ। লম্বা লাইনে দাঁড়িয়েও মিলছে না ভ্যাকসিন। দ্বিতীয় ডোজ না পাওয়ায় চিন্তায় অনেকেই। তার উপর আবার সামনে এসেছে টিকা দুর্নীতি কাণ্ড। এই পরিস্থিতিতে টিকাকরণ নিয়ে আরও এক দফায় কড়া নির্দেশিকা জারি করল রাজ্য স্বাস্থ্যদপ্তর।

ঠিক কী নির্দেশিকা জারি হয়েছে? স্বাস্থ্যদপ্তরের তরফে জানানো হয়েছে, দ্বিতীয় ডোজের (Second Dose) ক্ষেত্রে দেরি করা যাবে না। নির্দিষ্ট সময় অনুযায়ী যাতে সকলে ভ্যাকসিনের (Vaccine) দ্বিতীয় ডোজ পান, সেদিকে খেয়াল রাখতে হবে। দ্বিতীয়ত, ভ্যাকসিন সেন্টারে থাকতে হবে নোডাল অফিসারকে। তাঁর তত্ত্বাবধানে যাতে সুশৃঙ্খলভাবে ভ্যাকসিনেশন হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। ভ্যাকসিন দেওয়ার আগে মাপতে হবে রক্তচাপ। টিকা প্রাপককে ভ্যাকসিন দেওয়ার পর ৩০ মিনিট ভ্যাকসিনেশন ক্যাম্পে বসিয়ে রাখতে হবে। একাধিক ভ্যাকসিনেশন ক্যাম্পে শারীরিক দূরত্ববিধি শিকেয় ওঠার অভিযোগও উঠেছে। করোনা কালে সংক্রমণ এড়াতে সে দিকেও নজর দিতে হবে বলে নির্দেশিকায় উল্লেখ রয়েছে। নির্দেশিকা অমান্য করলে সংশ্লিষ্ট আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি রাজ্য স্বাস্থ্য দপ্তরের।

Advertisement

[আরও পড়ুন: গর্ভাবস্থায় স্তন ক্যানসারের থাবা, কলকাতা মেডিক্যালে জটিল অস্ত্রোপচারে নয়া জীবন পেলেন তরুণী]

এর আগেও করোনা টিকাকরণ কর্মসূচি সংক্রান্ত নির্দেশিকা জারি করেছিল স্বাস্থ্যদপ্তর (West Bengal Health Department)। কাদের ভ্যাকসিন দিতে হবে, ভ্যাকসিন দেওয়ার আগে এবং পরে ঠিক কী কী সতর্কতা অবলম্বন করতে হবে, সে সংক্রান্ত সমস্ত তথ্য ১৭ পাতার নির্দেশিকাতে উল্লেখ করা ছিল। তবে তা সত্ত্বেও সামনে এসেছে কসবার দেবাঞ্জন দেবের (Debanjan Deb) ভুয়ো ভ্যাকসিন ক্যাম্প আবার সোনারপুরের মিঠুনের বেআইনি ভ্যাকসিন কাণ্ড। সম্প্রতি স্বাস্থ্যদপ্তরের আধিকারিকরা একাধিক ক্যাম্পে ঘোরেন। তাঁদের নজরেও পড়ে নানা ভুল ত্রুটি। মনে করা হচ্ছে, ঠিক সে কারণেই ফের আরও এক দফায় কড়া নির্দেশিকা জারি করল রাজ্য স্বাস্থ্যদপ্তর।

[আরও পড়ুন: ৩৪ সেকেন্ডে ক্ষতস্থান জুড়ছে সাপের বিষ থেকে তৈরি এই আঠা, উচ্ছ্বসিত ডাক্তাররা]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement