দীপালি সেন: এবছরও তাল কাটল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) সমাবর্তন অনুষ্ঠানের। এবার নতুন রাজ্যপাল নিজে বিশ্ববিদ্যালয়ে গেলে তাঁর গাড়ি বিক্ষোভ দেখাল একদল পড়ুয়া। দাবি, ছাত্র সংসদের নির্বাচন করতে হবে। পোস্টার, ব্য়ানার হাতে নিয়ে রাজ্যপালের প্রবেশপথ আটকে দাঁড়িয়েছিলেন এসএফআইয়ের (SFI) একদল কর্মী, সমর্থক। রাজ্যপাল ঢুকতে তাঁর গাড়ি ঘিরে ধরা হয়। এরপর পুলিশি প্রহরায় জমায়েত সরিয়ে রাজ্য়পালের গাড়ি ক্যাম্পাসে ঢুকলেও সেখানে ইঞ্জিনিয়ারিংয়ের পড়ুয়ারা ফের তাঁর পথ আটকান বলে অভিযোগ। প্রতিবাদ জানিয়ে সমাবর্তন বয়কট করলেন একদল ছাত্রছাত্রী। এদিন তাঁরা সার্টিফিকেট নেবেন না বলে সাফ জানিয়েছেন। ফলে শনিবার সমাবর্তনের শুরুতেই তাল কাটে।
রাজ্যের কলেজ, বিশ্ববিদ্যালয়গুলিতে এই মুহূর্তে স্থগিত রয়েছে ছাত্র সংসদের ভোট (Students’ union Election)। এনিয়ে ছাত্র সংগঠনগুলি বারবার দাবি তুলেছে। তবে রাজ্য সরকার বা কর্তৃপক্ষের তরফে এখনও সাড়া মেলেনি। আন্দোলনের অংশ হিসেবে নিজেরাই ছাত্রভোট পরিচালনা করে পথ দেখিয়েছেন কলকাতা মেডিক্যাল কলেজের পডু়য়ারা। যদিও সেই ভোটের কোনও বৈধতা নেই।
এবার সেই একই দাবি উঠল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। শনিবার সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিতে সেখানে যান রাজ্যপাল সিভি আনন্দ বোস (C V Anand Bose)। অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের গেটের কাছেই তাঁর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখায় এসএফআই। হাতে হোর্ডিং, প্ল্যাকার্ড,মুখে স্লোগান। অনেকটা ‘হোক কলরব’-এর ধাঁচে প্রতিবাদে শামিল হতে দেখা যায় বেশ কয়েকজন ছাত্রছাত্রীকে। রাজ্যপাল যদিও তাঁদের উদ্দেশে গাড়ি থেকে হাত নেড়ে নিরাপত্তা বেষ্টনীর মধ্যে দিয়ে ভিতরে ঢুকে যান। ভিতরে সমাবর্তন অনুষ্ঠান শুরু হলেও বাইরে ছাত্রদের বিক্ষোভ চলতে থাকে।
এক প্রতিবাদী ছাত্র জানাচ্ছেন, ”রাজ্যপাল আমাদের চ্যান্সেলর। ওঁর সঙ্গে আমরা কথা বলতে চাই ছাত্র সংসদ নির্বাচনের ব্যাপারে। বহুবার ভাইস চ্যান্সেলরকে বলেও লাভ হয়নি। রাজ্য সরকারও উচ্চবাচ্য করছে না। তাই আমরা চ্যান্সেলরকে বলে ছাত্র ভোট করাতে চাই।” তাঁদের এই আবেদন জানার পর রাজ্যপাল আনন্দ বোস তাঁদের সময় দিয়েছেন। জানা গিয়েছে, ৪ জন প্রতিনিধিকে তিনি ডেকে পাঠিয়েছেন। সমবর্তন অনুষ্ঠান শেষে কথা বলবেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.