Advertisement
Advertisement
West Bengal

এক কোটিরও বেশি রাজ্যবাসীকে পরিবেষা দিল ‘দুয়ারে সরকার’, দেখুন পূর্ণাঙ্গ রিপোর্ট কার্ড

স্বাস্থ্য সাথীর চাহিদা চোখে পড়ার মতো।

West Bengal Govt reveals the success of Duare Sarkar campaign | Sangbad Pratidin

ছবি: প্রতীকী

Published by: Sulaya Singha
  • Posted:January 19, 2021 9:54 pm
  • Updated:January 19, 2021 9:54 pm  

মলয় কুণ্ডু: একুশের নির্বাচনের আগে রাজ্য সরকারের দুয়ারে সরকার প্রকল্প যে মাস্টারস্ট্রোক, তা পরোক্ষে স্বীকার করে নিয়েছে বিরোধীরাও। এবার সেই প্রকল্পেরই পরিসংখ্যান তুলে ধরল নবান্ন। জানানো হল, রাজ্যের এক কোটিরও বেশি বাসিন্দাকে বিভিন্ন পরিষেবা প্রদান করল ‘দুয়ারে সরকার’।

রাজ্য সরকার (WB Govt) সূত্রে খবর, মঙ্গলবার পর্যন্ত পরিষেবাপ্রাপ্ত মানুষের সংখ্যা ১ কোটি ২০ লক্ষ ৬৮ হাজার ৪২। এর মধ্যে স্বাস্থ্য সাথীর বিপুল চাহিদা চোখে পড়ার মতো। রাজ্য সরকার প্রকাশিত ‘দুয়ারে সরকার’ প্রকল্পের রিপোর্ট কার্ডে দেখা যাচ্ছে, স্বাস্থ্য সাথী (Swastho Sathi) প্রকল্পের আওতায় এসেছেন প্রায় ৭৫ লক্ষ ৮৩ হাজার ৭০১ জন। এর পরেই রয়েছে জাতি শংসাপত্র ও খাদ্য সাথী কার্ড প্রাপকের সংখ্যা। রাজ্যের প্রায় ১২ লক্ষ ২৪ হাজার ৩৪০ জন জাতি শংসাপত্র পেয়েছেন। খাদ্য সাথী কার্ড পেয়েছেন ১১ লক্ষ ৯ হাজার ১৯১ জন। ১০০ দিনের কাজের প্রকল্পের পরিষেবা পেয়েছেন ১০ লক্ষ ৩২ হাজার ৯২ জন।

Advertisement

[আরও পড়ুন: চারু মার্কেট থানার সামনে বিজেপির মিছিলে ‘হামলা’, রাজ্যপালের কাছে নালিশ মুকুলের]

এদিন পর্যন্ত রাজ্যে ক্যাম্প হয়েছে ২১ হাজার ৮৫৭টি। ক্যাম্পগুলিতে ২ কোটি ২৫ লক্ষ ৭৮ হাজার ১৯৫ জন এসেছেন। স্বাস্থ্য সাথী কিংবা খাদ্য সাথীর পাশাপাশি শিক্ষাশ্রী, জয় জোহর, তফসিলি বন্ধু, কন্যাশ্রী, রূপশ্রী, ঐক্যশ্রী, মানবিক, কৃষকবন্ধু প্রকল্পের পরিষেবা নিতেও মানুষের আগ্রহ রয়েছে যথেষ্টই।

এদিকে এদিনই রাজ্যের চিফ ইলেক্টোরাল পদের নয়া নাম ঘোষিত হয়। অ্যাডিশনাল চিফ ইলেক্টোরাল অফিসার হলেন নারী, শিশু কল্যাণ ও সমাজকল্যাণ দপ্তরের সচিব সঙ্ঘমিত্রা ঘোষ। এছাড়া অর্থ দপ্তরের সচিব স্মারকি মহাপাত্রকে জয়েন্ট চিফ ইলেক্টোরাল অফিসারের দায়িত্ব দেওয়া হয়েছে। অর্থ সচিবের পাশাপাশি তিনি রাজ্য হাইওয়ে ডেভলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টরও ছিলেন।

[আরও পড়ুন: কমিশন আসার আগে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানার সংখ্যা দেখে চিন্তায় প্রশাসনিক কর্তারা]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement