ফাইল ছবি
গৌতম ব্রহ্ম: বর্ষশেষে আবাস যোজনা নিয়ে নবান্নে যুদ্ধকালীন তৎপরতা। মাত্র তিনদিনের মধ্যে আরও ৯ লক্ষ বাড়ির অনুমোদন দিতে হবে। নইলে ফেরত যেতে পারে প্রকল্পে বরাদ্দ অর্থ। বুধবার মুখ্যসচিব এইচ কে দ্বিবেদী প্রতিটি জেলার জেলাশাসকদের নিয়ে একটি বৈঠক করে। ওই বৈঠকে চূড়ান্ত লক্ষ্যসীমা বেঁধে দেন তিনি। এছাড়া আবাস যোজনা প্রকল্প আরও স্বচ্ছ করতে একাধিক সিদ্ধান্তও নেওয়া হয়।
উল্লেখ্য, পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Elections) আগে সরকারি পরিষেবা ঘরে ঘরে পৌঁছনোই লক্ষ্য। আবাস যোজনার সমস্যা সমাধানে এর আগে বিশেষ টাস্ক ফোর্স (Special Task Force) গঠন করা হয়। রাজ্য রাজ্য পঞ্চায়েত দপ্তরের সচিব পি উল্গানাথনের নেতৃত্বে ৯ সদস্যের বিশেষ টাস্ক ফোর্স তৈরি করা হয়েছিল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.