সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্টুডেন্ট ক্রেডিট কার্ডের পর এবার ভবিষ্যৎ ক্রেডিট কার্ড। রাজ্যের বেকার যুবক-যুবতীদের জন্য বিরাট ঘোষণা করলেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এই নতুন প্রকল্পের আওতায় ১৮ থেকে ৪৫ বছরের যুবক-যুবতীদের এককালীন ৫ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তার ব্যবস্থা করবে রাজ্য। রাজ্যের মোট ২ লক্ষ বেকার যুবক-যুবতী এই প্রকল্পে উপকৃত হবেন বলে জানিয়েছেন রাজ্যের অর্থমন্ত্রী।
বুধবার বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya) বলেন, রাজ্যে বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের লক্ষ্য ভবিষ্যৎ ক্রেডিট কার্ড (Future Credit Card) প্রকল্প আনছে সরকার। এই প্রকল্পে দু’লক্ষ যুবক-যুবতীকে আর্থিক সহায়তা বাবদ ৫ লক্ষ টাকা পর্যন্ত দেওয়া হবে। রাজ্য সরকার মোট ঋণের ১০ শতাংশ অর্থাৎ সর্বোচ্চ ২৫ হাজার টাকা পর্যন্ত ভরতুকি প্রদান করবে। সেই সঙ্গে ১৫ শতাংশ পর্যন্ত আর্থিক গ্যারান্টি দেবে। এই প্রকল্পে মোট ৩৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
রাজ্য সরকারের আশা, এই এককালীন অর্থ সাহায্যের ফলে রাজ্যের বেকার যুবক-যুবতীরা নিজেদের মতো ছোটখাট ব্যবসা বা স্টার্ট-আপের মাধ্যমে নিজেদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবে। যার ফলে রাজ্যের অর্থনীতির চাকাও আরও দ্রুত গতিতে এগোবে। এর আগে ২০২১ সালের জুন মাসে রাজ্যের পড়ুয়াদের উচ্চশিক্ষার ক্ষেত্রে সহায়তা করার লক্ষ্যে স্টুডেন্ট ক্রেডিট কার্ড (Student Credit Card) প্রকল্প চালু করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। যার ফলে বহু পড়ুয়া উপকৃত হয়েছে। অর্থের অভাবে উচ্চশিক্ষার ক্ষেত্রে কাউকে সমস্যায় পড়তে হবে না, সেটা নিশ্চিত হয়ে গিয়েছে। এবার সেই সঙ্গে উচ্চশিক্ষার পর কর্মসংস্থানের ক্ষেত্রেও সরকারকে পাশে পাবেন রাজ্যের যুবক-যুবতীরা।
উল্লেখ্য, রাজ্যে নিয়োগ দুর্নীতি, বেকার সমস্যা নিয়ে বিরোধীরা দীর্ঘদিন ধরেই সরব। রাজ্যে কর্মসংস্থানের হাল নিয়েও বহুদিন ধরে সুর চড়িয়ে আসছে বিজেপি। রাজ্য সরকারের এই সিদ্ধান্ত বিরোধীদের সব প্রশ্নের যোগ্য জবাব বলে মনে করা হচ্ছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.