Advertisement
Advertisement
West Bengal

বছর শেষে সুখবর! ‘কর্মবন্ধু’দের বেতন বাড়াল রাজ্য সরকার, মাসে কত টাকা মিলবে?

নয়া হারে বেতন কার্যকর হয়েছে সেপ্টেম্বর মাস থেকে। এই খবরে স্বভাবতই উচ্ছ্বসিত 'কর্মবন্ধু'রা।

West Bengal Govt. hikes remuneration of Karmabandhu from Rs.3000 to 5000
Published by: Sucheta Sengupta
  • Posted:November 14, 2024 3:18 pm
  • Updated:November 14, 2024 3:57 pm  

গৌতম ব্রহ্ম ও নব্যেন্দু হাজরা: বছর শেষে সুখবর।  রাজ্য সরকারের অধীনস্থ ‘কর্মবন্ধু’ দের ভাতা বাড়ানো হল।বৃহস্পতিবার দুপুরে নবান্নের তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তাতে উল্লেখ, এবার থেকে মাসে ৩ হাজারের বদলে ৫০০০ টাকা করে ভাতা পাবেন ‘কর্মবন্ধু’রা। এই বিজ্ঞপ্তিতে স্বভাবতই খুশি তাঁরা। বিজ্ঞপ্তি অনুযায়ী, নয়া কাঠামো কার্যকর হচ্ছে চলতি বছরের পয়লা সেপ্টেম্বর থেকে। সেই হারে পরবর্তীতে তাঁদের ভাতা দেওয়া হবে।  

বৃহস্পতিবার নবান্নের অর্থ দপ্তরের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।  যাতে উল্লেখ, ২০১৮ সালে ‘কর্মবন্ধু’দের যে ভাতা কাঠামো ঠিক ছিল, সেই অনুযায়ী মাসে ৩০০০ টাকা করে দেওয়া হবে। এই পদে কর্মরতরা মূলত সাহায্যকারী হিসেবে কাজ করেন। সাফাইকাজ কিংবা নৈশপ্রহরী হিসেবে তাঁদের কাজের সুযোগ রয়েছে। তা রাজ্য সরকারের অধীনস্থ  এবং আংশিক সময়ের কাজ। মূলত বিভিন্ন দপ্তরে সাহায্যের জন্যই এই পদে কর্মী নিয়োগ চালু করেছিল রাজ্য সরকার। ২০১৮ সালে তাঁদের ভাতা ছিল মাসে ৩০০০ টাকা। এবার ৬ বছর পর ‘কর্মবন্ধু’দের ভাতা বৃদ্ধি হল। এবার থেকে তাঁরা মাসে পাবেন ৫ হাজার টাকা করে।  

Advertisement

বিজ্ঞপ্তি অনুযায়ী, সেপ্টেম্বরের ১ তারিখ থেকে নয়া ভাতা কাঠামো কার্যকর হচ্ছে। অর্থাৎ এখন তাঁদের যে বেতন দেওয়া হবে, তার সঙ্গে আগের দুমাসের বাড়তি ভাতা যোগ করে দেওয়া হবে। ২০১৮ সাল থেকে একই হারে ভাতা মিলছিল এতদিন। এখন ভাতাবৃদ্ধির এই বিজ্ঞপ্তি দেখে স্বভাবতই খুশি ‘কর্মবন্ধু’রা। এতদিন বাদে ভাতা বৃদ্ধিতে কিছুটা সুরাহা হবে বলে মনে করছেন তাঁরা। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement