Advertisement
Advertisement
Krishak Bandhu Scheme

মৃত্যুতেও আর্থিক সাহায্য, ‘কৃষকবন্ধু’ প্রকল্পে ৫০ কোটির বেশি টাকা দিল রাজ্য সরকার

কৃষক পরিবার পিছু ২ লক্ষ টাকা করে দেওয়া হয়েছে।

West Bengal govt disburses 50 crore under Krishak Bandhu scheme | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:August 26, 2023 4:32 pm
  • Updated:August 26, 2023 4:40 pm  

নব্যেন্দু হাজরা: কৃষিপ্রধান বাংলার কৃষকদের উন্নয়নে আলাদা প্রকল্প রয়েছে রাজ্য সরকারের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) উদ্যোগে চালু হয়েছে ‘কৃষকবন্ধু’ প্রকল্প। সেই প্রকল্পে কৃষকদের মৃত্যু হলেও সরকারের তরফে আর্থিক সাহায্য (Financial Help) করা হয়। প্রত্যেককে ২ লক্ষ টাকা করে দেওয়া হয় এই প্রকল্পে। এবার রাজ্য সরকারের তরফে কৃষক মৃত্যুর জন্য ৫০.৭২ কোটি টাকা ছাড়া হল অর্থদপ্তরের তরফে। এতে উপকৃত হবেন ২৫৩৬ পরিবার।

Advertisement

২০১৯ সালে রাজ্যে ‘কৃষকবন্ধু’ (Krishak Bandhu) প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রকল্পে কৃষকদের চাষের জন্য আর্থিক সাহায্যের পাশাপাশি মৃত্যু হলেও ২ লক্ষ করে টাকা পাবে কৃষক পরিবারগুলি। ১৮ থেকে ৬০ বছর পর্যন্ত কৃষকরা পান এই সুবিধা। এবার ২৫৬৩ টি পরিবারের জন্য ৫০.৭২ টাকা দেওয়া হল সরকারের তরফে। বলা হয়েছে, ১ আগস্ট থেকে ১৫ আগস্টের মধ্যে ২৫.৬৪ কোটি টাকা দেওয়া হয়েছিল। যা ১২৮২টি পরিবারকে দেওয়া হয়েছে। পরে বাকি টাকা দিয়েছে রাজ্য।

[আরও পড়ুন: রাজ্য দিবস ও রাজ্য সংগীত নিয়ে আলোচনা বিধানসভাতেও! অধিবেশনের শেষদিন আসবে প্রস্তাব]

‘কৃষকবন্ধু’ প্রকল্পে এবারের বাজেটে (WB budget) ৬০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। ৩০ হাজার কৃষক পরিবার উপকৃত হয়েছে এতে। আর মৃত্যুকালীন সাহায্য বাবদ ২ লক্ষ টাকা করে দেওয়া হয়েছে। নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে সেই টাকা সরাসরি পৌঁছে যায়। সদ্যই রাজ্যে শেষ হয়েছে পঞ্চায়েত ভোট (Panchayat Election)। বোর্ড গঠন হয়ে গিয়েছে। বরাদ্দ অর্থও দেওয়ার কাজ শুরু করেছে রাজ্য সরকার। ২০১৯ সাল থেকে যে ক’জন কৃষকের মৃত্যু হয়েছে, তার বিস্তারিত তথ্য-পরিসংখ্যান নিয়ে কৃষকবন্ধু প্রকল্পে পরিবারগুলিকে আর্থিক সাহায্য করা হয়েছে।

[আরও পড়ুন: র‌্যাগিং বিরোধী প্রচারে সিনিয়ররাই, আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজে অভিনব ‘ওয়েলকাম’]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement