Advertisement
Advertisement
Firhad Hakim

ওভারলোডিং রুখতে কড়া হচ্ছে রাজ্য, দায়িত্ব নিয়েই বার্তা পরিবহণ মন্ত্রী ফিরহাদের

বাসের ভাড়া বৃদ্ধি রুখতে অভিনব পরিকল্পনা মন্ত্রীর।

West Bengal govt cracks on overloaded goods carrier announces Transport Firhad Hakim| Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:May 11, 2021 2:13 pm
  • Updated:May 11, 2021 4:43 pm  

নব্যেন্দু হাজরা: পরিবহণ দপ্তরের দায়িত্ব নিয়েই ওভারলোডিং রুখতে কড়া বার্তা দিলেন ফিরহাদ হাকিম (Firhad Hakim)। পরিবহণ মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর মঙ্গলবার প্রথম সাংবাদিক বৈঠক করলেন তিনি। সেই সাংবাদিক সম্মেলন থেকেই একাধিক নতুন পরিকল্পনার কথা তুলে ধরলেন তিনি। জানিয়ে দিলেন, আপাতত কোভিড পরিস্থিতি মোকাবিলাই তাঁর প্রাথমিক লক্ষ্য।

এদিন থেকে রাজ্যে গণপরিবহণের কর্মীদের টিকাকরণ শুরু হয়েছে। খোদ পরিবহণমন্ত্রী হাজির ছিলেন সেই টিকাকরণের শিবিরে। গোটা ব্যবস্থা দেখভাল করেন তিনি। এর পর সাংবাদিক বৈঠক করেন ফিরহাদ। সেখান থেকে জানান, ওভারলোডিং রুখতে জরিমানা বাড়ানোর পথে হাঁটবে রাজ্য। মন্ত্রীর কথায়, “ওভারলোডিং বড় দুর্নীতি। টেম্পোরারি ওয়ে ব্রিজ তাই বাড়ানো হচ্ছে। যাতে ওভারলোডিং দেখা যায়। রাস্তা খারাপ হচ্ছে। দূষণ বাড়ছে। ওভারলোডিং হলে ফাইন যা আছে, তা বাড়ানো হবে। কারণ তার জন্যে রাস্তা খারাপ হচ্ছে।” তবে জরিমানার পরিমাণ কতটা বাড়ানো হবে, তা নিয়ে পরিবহণ মন্ত্রী কিছু জানাননি।

Advertisement

[আরও পড়ুন: মুখ্যসচিব পদে বাড়তে পারে আলাপন বন্দ্যোপাধ্যায়ের মেয়াদ? কেন্দ্রের অনুমতির অপেক্ষায় রাজ্য]

ইতিমধ্যে শহরের রাস্তায় ই-বাস চালিয়ে আন্তর্জাতিক স্তরে প্রশংসা কুড়িয়েছে রাজ্য। এবার সেই বিদ্যুৎচালিত বাসের সংখ্যা বৃদ্ধির উপর জোর দিতে চলেছে রাজ্য সরকার। এদিন সেই পরিকল্পনার কথা জানালেন ফিরহাদ। তাঁর কথায়, পরিবেশের কথা ভেবে পেট্রল-ডিজেল চালিত বাসের সংখ্যা কমাতে হবে। উপরন্তু জ্বালানির দাম বাড়ছে হু হু করে। ফলে ভাড়া বাড়ানোর একটা চাপ তৈরি হয়। ই-বাসের সংখ্যা বাড়লে সেই ভাড়া বাড়ানোর চাপ থাকবে না বলে মনে করছেন রাজ্যের মন্ত্রী। তবে সেই বাস বৃদ্ধির আগে পরিকাঠামো তৈরির উপর জোর দিতে চাইছেন মন্ত্রী।  তাঁর কথায়, আগে ই-ভেহিক্যালের জন্য চার্জিং পয়েন্ট তৈরি করতে হবে। না হলে বাস বাড়িয়েও লাভ হবে না। প্রাথমিকভাবে ই-বাস ডিপোগুলির কাছেই তৈরি হবে চার্জিং পয়েন্ট।

এদিকে রাজ্যের বিভিন্ন প্রান্তের আমজনতার সুবিধার কথা মাথায় রেখে সরকারি বাসের সংখ্যা বৃদ্ধির কথা জানিয়েছেন ফিরহাদ। তাঁর কথায়, মানুষ যেন রাস্তায় বেরিয়ে হয়রানির শিকার  না হন। সেটাই আমাদের লক্ষ্য। তাই বাসের পাশাপাশি শহরে অটোর রুট বাড়ানো হবে বলে জানিয়েছেন তিনি। বিশেষ করে মেট্রো স্টেশনগুলির সঙ্গে অটোর মাধ্যমে যোগাযোগ বাড়ানোর পরিকল্পনা করা হচ্ছে বলে জানালেন নয়া পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম। 

[আরও পড়ুন: খাস কলকাতায় অক্সিজেনের অভাবে মৃত্যু করোনার উপসর্গযুক্ত বৃদ্ধার!]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement