Advertisement
Advertisement
third covid wave

COVID-19: তৃতীয় ঢেউ নিয়ে উদ্বিগ্ন রাজ্য, শিশুদের সংক্রমণ ঠেকাতে মায়েদের টিকাকরণে জোর

ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।

West Bengal govt braces for third covid wave । Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:June 23, 2021 5:21 pm
  • Updated:June 23, 2021 6:37 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনার (COVID-19) দ্বিতীয় ঢেউ রাজ্যে অনেকটাই নিয়ন্ত্রণে। এবার সংক্রমণের তৃতীয় ঢেউ রুখতে আগেভাগে পরিকল্পনা সেরে ফেলছে রাজ্য। বিশেষ নজর দেওয়া হচ্ছে শিশু ও অন্তঃসত্ত্বাদের দিকে। ১২ বছর পর্যন্ত বয়সী শিশুদের সংক্রমণ ঠেকাতে মায়েদের টিকাকরণে (Vaccination) জোর দিল রাজ্য। বুধবার সাংবাদিক বৈঠক করে জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন রাজ্যের কোভিড পরিস্থিতি নিয়ে রিভিউ বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। বিভিন্ন রাজ্যের প্রশাসনিক কর্তাদের সঙ্গে ভারচুয়াল আলোচনা সারেন তিনি। তার পরই তৃতীয় ঢেউ রোখার নীলনক্সা ঘোষণা করা হয়।

Advertisement

[আরও পড়ুন: ফের রাজ্যে ঘনিয়ে আসছে প্রাকৃতিক দুর্যোগ, নবান্ন থেকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী]

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে জানানো হয়েছে, “রাজ্যে সংক্রমণ অনেকটা কমেছে। কোথাও কোথাও দৈনিক আক্রান্তের সংখ্যা ১০০-র নিচে নেমেছে। পজিটিভিটি রেট কমিয়ে আনা হয়েছে ৩.৬১। সংক্রমণে লাগাম পরাতে ২৫০-র বেশি কনটেনমেন্ট জোন করা হয়েছে।” তবে তৃতীয় ঢেউ নিয়ে উদ্বিগ্ন রাজ্য সরকার। সেই ঢেউ ঠেকাতে এখনই কোমর বেঁধেছে রাজ্য সরকার। এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেনস, “১২ বছর বয়সী শিশুরা মায়েদের সঙ্গে থাকে। মায়েরাই তাদের দেখভাল করে। যাতে মায়েদের থেকে শিশুদের করোনা না ছড়ায় তাই এবার মায়েদের গুরুত্ব দিয়ে টিকাকরণ করা হবে।”

কী কী পদক্ষেপ করছে রাজ্য?

  • সুপার স্প্রেডারদের টিকাকরণে জোর। ইতিমধ্যে লক্ষাধিক সুপার স্প্রেডারের টিকাকরণ করা হয়েছে।
  • কনটেনমেন্ট জোনের সকলের টিকাকরণ করাতে হবে।
  • সদ্যোজাত থেকে ১২ বছর পর্যন্ত শিশুদের সংক্রমণ ঠেকাতে মায়েদের টিকাকরণে জোর।
  • পেডিয়াট্রিক বেড বাড়ানো হচ্ছে। প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র থেকে মেডিক্যাল কলেজে পেডিয়াট্রিক কেয়ার বৃদ্ধি। 
  • জুলাইয়ের মধ্যে সরকারি হাসপাতালে ১৩০০টি পেডিয়াট্রিক আইসিইউ তৈরি হচ্ছে।
  • জুলাইয়ের মধ্যে সরকারি হাসপাতালে ৩৫০টি এসএনসিইউ তৈরি হবে। 
  • সরকারি হাসপাতালে ১০ হাজার শয্যা বাড়ানো হবে। 

[আরও পড়ুন: ‘রীতি’ ভেঙে PAC চেয়ারম্যান পদে মনোনয়ন মুকুল রায়ের! বিরোধিতায় সরব বিজেপি]

 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement