ফাইল চিত্র
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামিকাল অর্থাৎ বুধবার জামাইষষ্ঠী। সেই উপলক্ষ্যে ছুটি ঘোষণা করল রাজ্য। আজ, মঙ্গলবার নবান্নের তরফে নির্দেশিকা দিয়ে জানানো হয়েছে, আগামিকাল সমস্ত সরকারি ও আধা সরকারি সংস্থা ছুটি থাকবে।
করোনা পরিস্থিতিতে প্রত্যেকেই ঘরবন্দি। কড়া বিধিনিষেধ জারি রাজ্যে। জমায়েতেও জারি নিষেধাজ্ঞা। এই পরিস্থিতিতেই বুধবার বাঙালির প্রিয় জামাইষষ্ঠী। বর্তমান পরিস্থিতিতে ইচ্ছে থাকলেও সাড়ম্বরে জামাইষষ্ঠী উদযাপন সম্ভব নয়। তবে করোনাবিধি মেনে ছোট করে কম-বেশি সকলেই কিছু আয়োজন করছেন, তা বলার অপেক্ষা রাখে না। ইতিমধ্যেই প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে বাড়িতে বাড়িতে। এর মাঝে রাজ্যের তরফে ছুটি পাওয়ায় খুশি কর্মীরা। গত ২ বছর ধরে পূর্ণ দিবস ছুটি থাকলেও, ক্ষমতায় আসার পরই জামাইষষ্ঠীতে হাফ ছুটি দিয়েছিল তৃণমূল সরকার।
উল্লেখ্য, আগামিকাল অর্থাৎ জামাইষষ্ঠীতেই রাজ্যে লাগু হচ্ছে বিধিনিষেধের নয়া নিয়ম। বুধবার থেকে ২৫ শতাংশ কর্মীদের উপস্থিতি নিয়ে সমস্ত সরকারি অফিস চলার কথা। তবে ছুটির কারণে ১৭ তারিখ থেকে ২৫ শতাংশ কর্মী নিয়ে কাজ শুরু হবে সরকারি অফিসে। বুধবার থেকেই বেসরকারি অফিস খোলা থাকবে ১০টা থেকে ৪ টে পর্যন্ত। ২৫ শতাংশ কর্মী উপস্থিত থাকতে পারেন। কর্মীদের জন্য পরিবহণের ব্যবস্থা করবে অফিস। ই-পাসের ব্যবস্থা থাকবে। প্রাতঃভ্রমণের জন্য সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত পার্ক খোলা। টিকা নিয়েছেন, এমন ব্যক্তিরাই প্রাতঃভ্রমণে বেরনোর অনুমতি পাবেন। বাজার খোলা সকাল ৭টা থেকে ১১টা পর্যন্ত। অন্যান্য দোকান খোলা থাকবে ১১-৬ টা পর্যন্ত। রেস্তরাঁ-বার, শপিং মল,হোটেল ১২টা থেকে ৮টা পর্যন্ত খোলা। শপিং মল ১১-৬টা পর্যন্ত খোলা, ২৫ শতাংশের বেশি কর্মী হাজির থাকতে পারবেন না। একসঙ্গে ঢুকতে পারবেন সর্বাধিক ৩০ শতাংশ ক্রেতা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.