সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর৷ বিশ্বকর্মা পুজোয় অর্ধদিবস ছুটি ঘোষণা সরকারের৷ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তি জারি করা হয়৷ ওই বিবৃতিতে জানানো হয়, বিশ্বকর্মা পুজোর দিন দুপুর ২টোর পর বন্ধ হয়ে যাবে প্রত্যেকটি স্কুলও৷
বুধবারই সিভিক ভলান্টিয়ারদের বেতন বৃদ্ধি-সহ রাজ্য সরকারি কর্মীদের জন্য একগুচ্ছ খুশির খবর শুনিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ প্রায় নিষ্পত্তি হয়ে গিয়েছে ডিএ-র সমস্যাও৷ পুজোর মুখে এবার আরও একবার সুখবর শুনলেন রাজ্য সরকারি কর্মচারীরা৷ আগামী ১৭ সেপ্টেম্বর রাজ্যজুড়ে পালিত হবে বিশ্বকর্মা পুজো৷ এই প্রসঙ্গে বৃহস্পতিবার নবান্নের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়৷ ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে যে, আগামী ১৭ সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজো উপলক্ষে সরকারি কর্মচারীদের অর্ধদিবস ছুটি থাকবে৷ এই ছুটির আওতায় রয়েছে স্কুলগুলিও৷ ওইদিন দুপুর দুটোর পর স্কুলগুলি ছুটি হয়ে যাবে৷
এর আগে জামাইষষ্ঠীতেও অর্ধদিবস ছুটির কথা ঘোষণা করেছিল রাজ্য সরকার৷ তবে চলতি বছরই প্রথমবার বিশ্বকর্মা পুজোয় অর্ধদিবস ছুটি ঘোষণা করা হল৷ পুজো প্রায় দোরগোড়ায়৷ বিশ্বকর্মা পুজো মানেই বাঙালির মন নেচে ওঠে৷ তোড়জোড় শুরু হয়ে যায় কেনাকাটার৷ বিশ্বকর্মা পুজোয় রাজ্য সরকারের অর্ধ দিবস ছুটি ঘোষণার সিদ্ধান্তে খুশি কর্মচারীরা৷ কর্মদিবস নষ্ট না করার লক্ষ্য বর্তমান রাজ্য সরকারের৷ অথচ বিশ্বকর্মা পুজোয় অর্ধ দিবস ছুটি ঘোষণার সিদ্ধান্ত নিয়ে ইতিমধ্যেই সমালোচনার সুর তুলেছেন বিরোধীরা৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.