Advertisement
Advertisement
CM Mamata Banerjee

রেকর্ড অর্থ বরাদ্দ ‘কৃষকবন্ধু’ প্রকল্পে! ‘ডানা’র ক্ষতিপূরণে বাড়তি টাকা দেবে রাজ্য

শুক্রবার থেকে এই অর্থ কৃষকদের অ্য়াকাউন্টে দেওয়া হবে। এছাড়া ক্ষতি হওয়া ফসল সংক্রান্ত তথ্য জোগাড় করতে সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রীদের জেলায় জেলায় ঘুরে তা মূল্যায়নের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

West Bengal Govt allots record amount to krisok bondhu scheme
Published by: Sucheta Sengupta
  • Posted:November 21, 2024 5:17 pm
  • Updated:November 21, 2024 6:24 pm  

গৌতম ব্রহ্ম: পুজোর আগে ঘূর্ণিঝড় ‘ডানা’র দাপটে বাংলায় ক্ষয়ক্ষতি হয়েছে ব্যাপক। প্রচুর ফসল নষ্ট হয়েছে, কৃষিজমির ক্ষতি হয়েছে। সেসব সমীক্ষা করে দেখে হিসেব অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। সেই কাজ চলছে। তবে তারই মধ্যে এবার কৃষকবন্ধু প্রকল্পে রেকর্ড অঙ্কের অর্থ বরাদ্দ করল রাজ্য সরকার। বৃহস্পতিবার নবান্নের তরফে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, রাজ্যের মোট ১ কোটি ৯ লক্ষ কৃষককে দেওয়া হবে ২৯৪৩ কোটি টাকা, যা সাম্প্রতিককালে রেকর্ড অঙ্ক। শুক্রবার থেকে এই অর্থ কৃষকদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।  তাঁর কথায়, ”চলতি বছরই শুধুমাত্র কৃষকবন্ধু প্রকল্পে ৫৮৫৯ কোটি টাকা সহায়তা দেওয়া হল। এই অর্থ সম্পূর্ণ রাজ্যের, কেন্দ্রের কোনও সহায়তা নেই।”

এছাড়া ক্ষতি হওয়া ফসলের ক্ষতিপূরণ কীভাবে দেওয়া যাবে, তা ঠিক করতে সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রীদের জেলায় জেলায় ঘুরে তা মূল্যায়নের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিন নবান্নে এনিয়ে বৈঠকে মুখ্যমন্ত্রী আলোচনা করেছেন কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না ও পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার। ছিলেন সংশ্লিষ্ট দপ্তরগুলির আধিকারিকরা। পরে অবশ্য এই বৈঠকে দেখা গেল ডিজিপি রাজীব কুমারকেও।

Advertisement

চলতি বছর ‘ডানা’র কারণে কৃষকবন্ধু প্রকল্পে আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছিল। অক্টোবরের বদলে ৩০ নভেম্বর পর্যন্ত কৃষকরা আবেদন করতে পারেন বলে ঘোষণা করেছিল রাজ্য সরকার। যে সব জেলায় ফসল ও কৃষিজমির বেশি ক্ষতি হয়েছে, সেসব জেলার সমীক্ষা রিপোর্ট দেখে দ্রুত কৃষকবন্ধু প্রকল্পের মাধ্যমে টাকা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার নবান্নে বৈঠকের পর এই প্রকল্পে আরও একদফা অর্থ বরাদ্দ করা হল রাজ্য সরকারের তরফে। এবং তা রেকর্ড বলে দাবি নবান্নের। ১ কোটি ৯ লক্ষ কৃষকের জন্য বরাদ্দ হল ২৯৪৩ কোটি টাকা। শুক্রবার থেকেই এই টাকা পাঠানোর কাজ শুরু হয়ে যাবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এর পর ফসলের ক্ষতিপূরণ নিয়ে নতুন পরিকল্পনা করবে রাজ্য সরকার, এমনই জানান মমতা বন্দ্যোপাধ্যায়। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement