Advertisement
Advertisement

Breaking News

Jagdeep Dhankhar

বিজেপি বিধায়কদের সাসপেনশন কাণ্ডে এবার আসরে রাজ্যপাল, চিঠি পাঠালেন বিধানসভার সচিবকে

পালটা জবাব দিলেন বিধানসভার স্পিকার।

WB Governor Jagdeep Dhankhar writes letter to assembly secretary on BJP MLA's suspension
Published by: Sucheta Sengupta
  • Posted:April 1, 2022 5:20 pm
  • Updated:April 1, 2022 6:07 pm  

বুদ্ধদেব সেনগুপ্ত: বিধানসভায় (WB Assembly) নজিরবিহীন অশান্তি দুই শিবিরের বিধায়কদের মধ্যে। আর তার জেরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ ৫ বিজেপি বিধায়ককে চলতি অধিবেশনের জন্য সাসপেন্ড করা হয়। এ নিয়ে রাজ্য রাজনীতিতে তোলপাড় পড়ে গিয়েছিল। এবার এই বিষয়ে আসরে নামলেন স্বয়ং রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar)। বিধানসভার স্পিকারকে তিনি চিঠি পাঠিয়ে এ বিষয়ে বিস্তারিত জানতে চেয়েছেন তিনি। তাঁর এই পদক্ষেপের পালটাও দিয়েছেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্য, রাজ্যপাল এভাবে অশান্তিতে উসকানি দিচ্ছেন।

চলতি বাজেট অধিবেশনের শেষদিন তৃণমূল (TMC) ও বিজেপি (BJP) বিধায়কদের মধ্যে হাতাহাতির জেরে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। নাক ফেটে যায় তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের। তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জামা ছিঁড়ে বুকে আঘাত লাগে পরিষদীয় দলনেতা মনোজ টিগ্গার। এক বিধায়কের চশমা ভেঙে যায়। অল্পবিস্তর আহত হন বিজেপির দুই মহিলা বিধায়ক চন্দনা বাউড়ি, শিখা চট্টোপাধ্যায়।

Advertisement

[আরও পড়ুন: ফাঁস প্রধানমন্ত্রী মোদিকে হত্যার ছক, তদন্তে NIA]

এরপর স্পিকার ৫ বিজেপি বিধায়ককে সাসপেন্ড করেন। এই ৫ বিজেপি বিধায়কের তালিকায় রয়েছেন, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari), পরিষদীয় দলনেতা মনোজ টিগ্গা। সাসপেন্ড হওয়া বাকি তিন বিধায়ক নরহরি মাহাতো, শংকর ঘোষ, দীপক বর্মণ। যতদিন বিধানসভার এই অধিবেশন চলছে অর্থাৎ বিধানসভার এই অধিবেশন যতদিন ‘প্রোরোগ’ বা স্থগিত করা না হচ্ছে, ততদিন পর্যন্ত সাসপেন্ডেড থাকবেন তাঁরা। কোনও অধিবেশনে অংশ নিতে পারবেন না। স্পিকারের এই শাস্তি ঘোষণার সাংবিধানিক ব্যাখ্যা, চলতি অর্থবর্ষে কোনও অধিবেশনেই থাকতে পারবেন না শুভেন্দু ও এই চার বিজেপি বিধায়ক। ওইদিন সন্ধেবেলাই বিজেপির সাসপেন্ডেড বিধায়করা রাজভবনে গিয়েছিলেন।

[আরও পড়ুন: ‘চিন আক্রমণ করলে রাশিয়া বাঁচাতে আসবে না’, ভারতকে হুঁশিয়ারি আমেরিকার]

এরপর আজ রাজ্যপাল বিধানসভার সচিবকে চিঠি পাঠান। সূত্রের খবর, তাতে লেখা, বিধায়কদের কাজ করায় উৎসাহ দেওয়া হোক, কাজ না করায় নয়। বিধায়কদের কর্তব্য নিয়ে পাঠ দেওয়া উচিত। তার প্রতিক্রিয়াও দিয়েছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। বিজেপির সাসপেন্ডেড বিধায়কদের উদ্দেশে তাঁর কড়া বার্তা, রাজ্যপালের দ্বারস্থ হয়ে কোনও লাভ নেই। উনি বিজেপি বিধায়কদের জন্য সচিবকে চিঠি পাঠিয়ে প্রকারান্তরে অশান্তিতে উসকানিই দিচ্ছেন। তাঁর উচিত, বিধায়কদের ভালভাবে পাঠ দেওয়া। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement