সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিনকয়েক ধরে টুইট খোঁচা, পত্রবোমা চালাচালিতে রাজভবন-নবান্ন সম্পর্ক যেন তলানিতে ঠেকেছে। সাংবিধানিক এবং প্রশাসনিক প্রধানের মধ্যে লেগেই রয়েছে অভিযোগ-পালটা অভিযোগের পালা। রাজ্যপাল জগদীপ ধনকড়ের (Jagdeep Dhankhar) গান্ধীজয়ন্তীর টুইট যেন সেই অশান্তির আগুনে ঘৃতাহুতি। ফের মমতা বন্দ্যোপাধ্যায়কে ওই টুইটের মাধ্যমে খোঁচা দিলেন তিনি।
ধনকড় এদিনের টুইটে প্রথমে মহাত্মা গান্ধীকে সম্মান জানান। তারপর তিনি লেখেন, গান্ধীজির অহিংস ভাবনাচিন্তা আমাদের মানবতাকেই উদ্বুদ্ধ করে। এরপরই সরাসরি টুইটে মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) উদ্দেশ্য করে তিনি লেখেন, “বাপুর আদর্শই গণতান্ত্রিক পরিবেশ তৈরিতে অনুপ্রাণিত করবে। হিংসার বদলে শান্তি প্রতিষ্ঠিত হোক।”
Homage to beloved Bapu on Gandhi Jayanti.
His noble thoughts of non violence inspire humanity.
May Bapu’s ideals keep guiding us in creating a prosperous and democratic environ @MamataOfficial. Let’s pledge to shun violence and promote peace.
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) October 2, 2020
দায়িত্ব নেওয়ার পর থেকেই কখনও প্রশাসনিক দিক আবার কখনও শিক্ষাক্ষেত্রে বেনিয়মের অভিযোগে সরব হয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। দিনকয়েক ধরে রাজ্য পুলিশের ডিজির বিরুদ্ধেও সঠিকভাবে দায়িত্বপালন না করার অভিযোগ তুলেছেন তিনি। যদিও পালটা তাঁকে চিঠি পাঠিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাংবিধানিক দায়িত্ব মেনে রাজ্যপালও কাজ করছেন না বলেই চিঠিতে উল্লেখ করেছিলেন তিনি। সাংবাদিক বৈঠক করে ফের তার পালটা জবাবও দিয়েছিলেন ধনকড়। মুখ্যমন্ত্রীকে সাংবিধানিক দায়িত্ব সম্পর্কে অবগত করেছিলেন তিনি। তারপরই ফের গান্ধীজয়ন্তীর টুইটেও মমতাকে কটাক্ষ করতে ছাড়লেন না ধনকড়। রাজনৈতিক মহলের মতে, এই টুইটের মাধ্যমেই পরোক্ষে রাজ্যে অশান্তির পরিবেশ রয়েছে বলেই খোঁচা দিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। তাই তাঁর এই টুইট যে দু’পক্ষের সম্পর্ক আরও খারাপ করবে, সে বিষয়ে কোনও সন্দেহ নেই।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.