Advertisement
Advertisement
West Bengal government

সরকারি দপ্তরে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার বাড়াতে উদ্যোগ, তিন গুণ করা হল ভাড়া

লাক্সারি ট্যাক্সির অনুমোদনের ক্ষেত্রে উঠে যাচ্ছে রংভেদ।

West Bengal government to increase E-CAB fare for govt usage | Sangbad Pratidin

ফাইল ছবি।

Published by: Subhajit Mandal
  • Posted:September 20, 2023 11:22 pm
  • Updated:September 20, 2023 11:22 pm  

নব্যেন্দু হাজরা: সরকারি দপ্তরে বৈদ্যুতিক গাড়ির ব‌্যবহার বাড়াতে উদ্যোগী হল পরিবহণ দপ্তর (Transport Department)। বর্তমানে যে খরচে লাক্সারি ট‌্যাক্সি ভাড়া নেওয়া হয়, ই-যানের ক্ষেত্রে তা তিনগুণ করা হল। সম্প্রতি এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে, লাক্সারি ট‌্যাক্সি যদি ই-ভেহিক‌্যাল হয়, তাহলে তার ভাড়া হবে মাসে ৪৬ হাজার টাকা। এই ভাড়ায় দিনে সর্বোচ্চ ১০০ কিলোমিটার পর্যন্ত চালানো যাবে। তার পরও যদি তা চলে কিলোমিটার পিছু তার ভাড়া হবে আরও ৮ টাকা করে।

উল্লেখ‌্য, ১৫ বছর হয়ে যাওয়ায় সরকারি দপ্তরে ভাড়া খাটা প্রায় কুড়ি হাজারের বেশি লাক্সারি ট‌্যাক্সি বসিয়ে দিতে হবে। প্রয়োজন পড়বে নতুন গাড়ির। লাক্সারি ট‌্যাক্সির মালিকরা যাতে এই কাজে ই-ক‌্যাব কেনেন সেকারণেই এই নয়া ভাড়া নির্ধারিত হল। এত দিন সেভাবে লাক্সারি ই-ক‌্যাবের কোনও ভাড়া নির্ধারিত ছিল না। মনে করা হচ্ছে, মাসে ৪৬ হাজার টাকা পাওয়া গেলে অনেকেই লাক্সারি ট‌্যাক্সি হিসাবে ই-ক‌্যাব ভাড়ায় দেবেন। রাস্তায় এই গাড়ির সংখ‌্যা বাড়বে। শুধু এই ভাড়া নয়, বৈদ্যুতিক যান কিনলে একাধিক ক্ষেত্রে ছাড়ও দেওয়া হবে সরকারের তরফে।

Advertisement

[আরও পড়ুন: সংবিধান থেকে উধাও ‘সেকুলার’ ও ‘সোশালিস্ট’, কেন্দ্রের বিরোধিতায় সরব কংগ্রেস]

উল্লেখ‌্য, লাক্সারি ট‌্যাক্সি শেষ ভাড়া বেড়েছিল ২০০৮ সালে। সেই সময়ের ভাড়া করা হয়েছিল দিনে ৪৬৮ টাকা। তার পর ঘণ্টাপিছু আট টাকা। সরকারি দপ্তরের আমলা থেকে আধিকারিক, রাজ্যের বিভিন্ন দপ্তরের সরকারি কর্তা-ব‌্যাক্তিদের যাতায়াত এবং কাজকর্মের জন‌্য লাক্সারি ট‌্যাক্সি ভাড়া নেওয়া হয়। এই ট‌্যাক্সির সংগঠনও রয়েছে। দীর্ঘদিন ধরেই তাঁরা ভাড়াবৃদ্ধির দাবি জানিয়ে আসছিলেন।

[আরও পড়ুন: মেটাতে পারেননি ৩ হাজার টাকা, বাজারের মাঝে ব্যবসায়ীকে বিবস্ত্র করে মারধর! গ্রেপ্তার ২]

একই সঙ্গে লাক্সারি ট‌্যাক্সির ক্ষেত্রে পরিবহণ দপ্তরের তরফে আরও একটি নির্দেশিকা জারি করা হয়েছে। এতদিন শুধুমাত্র সাদা এবং ক্রিম রঙের লাক্সারি ক‌্যাবকেই অল বেঙ্গল পারমিট দেওয়া হত। এই দুই রং ছাড়া অন‌্য কোনও রংয়ের গাড়ি অল বেঙ্গল পারমিট পেত না। এবার সেই নিয়মও তুলে দেওয়া হচ্ছে। নির্দেশ অনুযায়ী এবার যে কোনও রংয়ের ক‌্যাবই আবেদন করলে এই পারমিট (All Bengal Permit) পাবে। সাদা বা ক্রিম রঙের গাড়িতে অন‌্য রংও করা যাবে। দপ্তরের এক কর্তার কথায়, লাক্সারি ট‌্যাক্সি লোকে ভাড়া খাটান। বিয়েবাড়ির জন‌্য ভাড়া নেওয়ার ক্ষেত্রে অনেকেই একটু রঙিন গাড়ি ভাড়া নিতে পছন্দ করেন। কিন্তু পরিবহণ দপ্তর রং বেধে দেওয়ায় তা হচ্ছিল না। এবার সেই বাধা মুক্ত হল। ওয়েস্ট বেঙ্গল লাক্সারি ট‌্যাক্সি অ‌্যাসোসিয়েশনের তরফে সৈকত পাল বলেন, ‘‘লাক্সারি ট‌্যাক্সির অল বেঙ্গল পারমিটের ক্ষেত্রে দুই রঙ যে বাধ‌্যতামূলক ছিল তা উঠে গেলে ভালোই হবে। পাশাপাশি ই-ক‌্যাবের ভাড়া সরকার ৪৬ হাজার টাকা বেধে দিলে অনেকেই এই গাড়ি নামানোর ক্ষেত্রে উদ্যোগী হবেন।’’

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement