Advertisement
Advertisement

Breaking News

শিক্ষামন্ত্রী

প্রাথমিক শিক্ষকদের বেতনবৃদ্ধির ঘোষণা, অনশন প্রত্যাহারের আরজি শিক্ষামন্ত্রীর

সরকারিভাবে না জানালে আন্দোলন প্রত্যাহার নয়, জানাল আন্দোলনকারী শিক্ষক সংগঠন।

West Bengal government to hike primary teachers salary
Published by: Subhajit Mandal
  • Posted:July 25, 2019 4:32 pm
  • Updated:July 25, 2019 4:50 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রাথমিক শিক্ষকদের অনশনের মধ্যেই তাদের দাবি আংশিক মেনে নিল রাজ্য। বেতনবৃদ্ধির দাবি পুরোপুরি মানতে না পারলেও রাজ্যের আর্থিক পরিস্থিতির উপর নজর রেখে যতদূর করা সম্ভব করা হবে, একথা আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী। এদিন নজরুল মঞ্চে সেইমতো প্রাথমিক শিক্ষকদের বেতনবৃদ্ধির কথা ঘোষণা করলেন পার্থ চট্টোপাধ্যায়। প্রাথমিক শিক্ষকদের গ্রেড-পে ২৬০০ টাকা। শিক্ষামন্ত্রী সেই গ্রেড-পে ৩২০০-৩৬০০ করার কথা ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী।

[আরও পড়ুন: ‘সরকার চুপ কেন?’ দেশের ক্রমবর্ধমান অসহিষ্ণুতা নিয়ে বিদ্বজ্জনদের সমর্থনে প্রশ্ন নুসরতের]


পিআরটি স্কেলের দাবিতে প্রায় ২ সপ্তাহ ধরে আন্দোলনে চালাচ্ছেন প্রাথমিক শিক্ষকদের একাংশ। তাঁদের দাবি ছিল, এনসিটিই-এর নিয়ম অনুযায়ী ৪২০০ টাকা গ্রেড-পে দিতে হবে। তাঁদের দাবির ভিত্তিতে এদিন পার্থ চট্টোপাধ্যায় ঘোষণা করেন, “আপনাদের গ্রেড-পে ছিল ২৬০০। আমি ৩২০০ করে দিচ্ছি। যদি সম্ভব হয় সেটা ৩৬০০ পর্যন্তও করার সুপারিশ করবে শিক্ষা দপ্তর।” নতুন বেতনক্রম কীভাবে চালু হবে, বা কবে থেকে চালু হবে তা নির্ধারণের জন্য একটি কমিটিও গড়ে দিয়েছেন শিক্ষামন্ত্রী। এই কমিটিই নির্দেশিকা তৈরি করবে। তারপরই ঠিক হবে চূড়ান্ত বেতনক্রম। পার্থ চট্টোপাধ্যায় জানান, “মুখ্যমন্ত্রী নিজে এ বিষয়ে উদ্যোগ নিয়েছেন। অর্থ দপ্তরের সঙ্গে কথা বলে দেখা হচ্ছে, কোথা থেকে টাকা আসবে তা ভেবে দেখা হচ্ছে।”

Advertisement

[আরও পড়ুন: রাতের কলকাতায় হেনস্তার শিকার রঞ্জিত মল্লিকের ভাইপো, যাদবপুর থানায় অভিযোগ দায়ের]


বেতনবৃদ্ধির পাশাপাশি আন্দোলনকারীদের আরও একটি দাবিও এদিন মেনে নিয়েছে রাজ্য সরকার। যে ১৪ শিক্ষকের বদলিকে অনৈতিক বলে দাবি করছিলেন আন্দোলনকারীরা, তাও খতিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। সেই সঙ্গে প্রাথমিক শিক্ষকদের অনশন প্রত্যাহারেরও আরজি জানান শিক্ষামন্ত্রী। তিনি বলেন, ” রাজ্যের অর্থনৈতিক অবস্থার কথা ভাবুন। আমাদের পক্ষে যতটা সম্ভব আমরা করছি। লোকে বলে এরা বসে আছে নিজেদের মাইনে বাড়ানোর জন্য, এটা শুনতে খারাপ লাগে। লোকে বলুক এরা বসে আছে শিক্ষার উন্নতির জন্য। আমাদের সরকার আপনাদের ১ তারিখে মাইনে দেওয়ার ব্যবস্থা করেছে। আমরা ১ লক্ষের বেশি শিক্ষক নিয়োগ করেছি। সেটা কেউ বলছে না। আমার অনুরোধ আপনারা অনশন বা ধরনা যা করছেন তুলে নিন।”
আন্দোলনকারীদের তরফে পৃথা বিশ্বাস পালটা জানিয়ে দিয়েছেন, “আমরা শুনছি ব্যবস্থা নেবেন, কী ব্যবস্থা নেবেন স্পষ্ট করে বলতে হবে।সরকারিভাবে যতক্ষণ না আমাদের গ্রেড-পের কথা জানানো হচ্ছে ততক্ষণ কোনও পদক্ষেপ করছি না।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement