Advertisement
Advertisement

Breaking News

North Bengal IT Hub

রাজারহাটের ধাঁচে উত্তরবঙ্গেও হবে আইটি হাব, বিশেষ দায়িত্বে রাজীব কুমার

আস্থাভাজন আইপিএসেই আস্থা রাখছেন মুখ্যমন্ত্রী।

West Bengal government to build IT Hub in North Bengal | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:November 24, 2023 10:48 am
  • Updated:November 24, 2023 12:45 pm  

গৌতম ব্রহ্ম: রাজারহাটের ধাঁচে উত্তরবঙ্গেও গড়ে উঠবে বিশ্বমানের আইটি হাব। সে কথা বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৃহস্পতিবার নবান্নে মন্ত্রীগোষ্ঠীর বৈঠকে এ প্রক্রিয়া অনেকটা এগিয়ে নিলেন তিনি। বৈঠকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, উত্তরবঙ্গে তথ্য প্রযুক্তি শিল্পকেন্দ্র তথা আইটি হাব গড়ে তোলা হবে। এ ব্যাপারে সিনিয়র আইপিএস অফিসার তথা তথ্য প্রযুক্তি দপ্তরের সচিব রাজীব কুমারকে বিশেষ দায়িত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী।

জানা গিয়েছে, ইতিমধ্যেই উত্তরবঙ্গে জমি দেখার কাজ শুরু হয়েছে। আলিপুরদুয়ার-জলপাইগুড়িতে পাট্টা তৈরি হয়ে গিয়েছে, দার্জিলিং, কালিম্পং, মিরিকেও সমীক্ষা শুরু হয়েছে। নবান্ন (Nabanna) সূত্রের খবর, এ ব্যাপারে তথ্য প্রযুক্তি দপ্তরের সচিব রাজীব কুমারকে একটি খসড়া প্রস্তাব তৈরির নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজীব কুমার খসড়া তৈরি করবেন। পুরো প্রক্রিয়ার তত্ত্বাবধানে থাকবেন।

Advertisement

[আরও পড়ুন: ‘রহস্যজনক’ নিউমোনিয়া কি করোনার মতোই ভয়ংকর? মুখ খুলল চিন]

বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনেই মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, উত্তরবঙ্গ তথা পাহাড় আইটি হাব গড়ে তোলার জন্য আদর্শ। রাজারহাটের ধাঁচে সেই শিল্পতালুক তৈরিতে বিশ্বস্ত আইপিএসের উপরই ভরসা রাখছেন তিনি। কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার তথা বর্তমানে সিআইডির এডিজি পদে থাকা আইপিএস রাজীব (Rajib Kumar) মুখ্যমন্ত্রীর আস্থাভাজন। এতটাই যে, তার জন্য প্রকাশ্যে ধরনায় বসেছিলেন মমতা। রাজীব কুমারের সঙ্গে সিবিআইয়ের টানাপোড়েনের সময়ও রাজ্য প্রশাসন পুরো সহযোগিতা করেছিল কলকাতা পুলিশের দুঁদে এই আধিকারিককে। সেই রাজীবের তৈরি খসড়া অনুযায়ীই উত্তরের আইটি হাবের কাজ হবে।

[আরও পড়ুন: রেলট্র্যাক রক্ষণাবেক্ষণের কাজ, সপ্তাহান্তে শিয়ালদহ শাখায় বাতিল একগুচ্ছ ট্রেন]

আগামী মাসেই মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে যাবেন। সেসময় জেলাশাসকদের সঙ্গে এ নিয়ে তখনই আলোচনা করতে পারেন তিনি। প্রস্তাবিত জমিও সরেজমিনে দেখা আসতে পারেন। আনুষ্ঠানিক ঘোষণাও হতে পারে সেসময়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement