Advertisement
Advertisement
Nabanna

লোকসভা ভোটের আগে চুক্তিভিত্তিক সরকারি কর্মীদের বেতন বৃদ্ধি, বিজ্ঞপ্তি নবান্নের

১ এপ্রিল থেকে চালু হবে চুক্তিভিত্তিক কর্মীদের নয়া বেতন কাঠামো, জানাল নবান্ন।

West Bengal government increase salary of government contractual workers, Nabanna issues notification
Published by: Sucheta Sengupta
  • Posted:March 1, 2024 8:36 pm
  • Updated:March 1, 2024 9:20 pm  

গৌতম ব্রহ্ম: সরকারি বিভিন্ন দপ্তরে কর্মরত চুক্তিভিত্তিক কর্মীদের (Contractual Employees)বেতন বৃদ্ধির কথা বাজেটে ঘোষণা করেছিল রাজ্য সরকার। সেইমতো বাড়ল গ্রুপ ডি ও গ্রুপ সি কর্মীদের বেতন। শুক্রবার এই বেতন বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে নবান্নের (Nabanna) তরফে। যেখানে বিভিন্ন মেয়াদের চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বাড়ানো হয়েছে বিভিন্ন হারে।আগামী ১ এপ্রিল থেকে এই বর্ধিত হারে এই টাকা পাবেন চুক্তিভিত্তিক গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীরা।

শুক্রবার রাজ্যের অর্থদপ্তরের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে –

Advertisement
  • বিভিন্ন মেয়াদে চুক্তিভিত্তিক ‘গ্রুপ ডি’ (Group D) কর্মীদের বার্ষিক ভাতা বাড়ানো হয়েছে ৫০০ থেকে ১১০০ টাকা পর্যন্ত।
  • চুক্তিভিত্তিক ‘গ্রুপ সি’ কর্মীদের বার্ষিক ভাতা বাড়ানো হয়েছে ৬০০ টাকা থেকে ১২০০ টাকা পর্যন্ত।
  • কাজের মেয়াদ অনুযায়ী ৫ টি ভাগে এই ভাতা বৃদ্ধি করা হয়েছে। যেখানে ‘গ্রুপ ডি’তে প্রাথমিক চুক্তিবদ্ধ কর্মী যাদের বেতন ছিল ১৫ হাজার টাকা তাঁদের ৫০০ টাকা বাড়ানো হচ্ছে।
  • ৫ বছর কর্মরত চুক্তিভিত্তিক কর্মী যাদের বেতন ছিল ১৯ হাজার টাকা তাঁদের ৬০০ টাকা ভাতা বৃদ্ধি হচ্ছে।
  • ১০ বছর কর্মরত চুক্তিভিত্তিক কর্মী যাদের বেতন ছিল ২৪ হাজার টাকা তাঁদের ৭০০ টাকা ভাতা বাড়ানো হচ্ছে।
  • ১৫ বছর কর্মরত চুক্তিভিত্তিক কর্মী যাদের বেতন ছিল ১৯ হাজার টাকা তাঁদের ৯০০ টাকা ভাতা বৃদ্ধি হচ্ছে।
  • ২০ বছর কর্মরত চুক্তিভিত্তিক কর্মী যাদের বেতন ছিল ৩৭ হাজার টাকা তাঁদের ১১০০ টাকা ভাতা বাড়ছে।

[আরও পড়ুন: ট্রেন চলাচল স্বাভাবিক থাকবে সপ্তাহান্তে, যাত্রীদের সুখবর শোনাল রেল]

‘গ্রুপ ডি’-এর পাশাপাশি ‘গ্রুপ সি’-এর ক্ষেত্রেও ৫ দফায় চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এখানেও প্রাথমিক চুক্তিবদ্ধ কর্মী যাদের বেতন ছিল ১৭ হাজার টাকা তাঁদের ৬০০ টাকা ভাতা বাড়ানো হচ্ছে। ৫ বছর কর্মরত চুক্তিভিত্তিক কর্মী যাদের বেতন ছিল ২১ হাজার টাকা তাঁদের ৭০০ টাকা বৃদ্ধি হচ্ছে। ১০ বছর কর্মরত চুক্তিভিত্তিক কর্মী যাদের বেতন ছিল ২৬ হাজার টাকা তাঁদের ৮০০ টাকা বাড়ানো হচ্ছে। ১৫ বছর কর্মরত চুক্তিভিত্তিক কর্মী যাদের বেতন ছিল ৩২ হাজার টাকা তাঁদের ১০০০ টাকা বৃদ্ধি হচ্ছে। এবং ২০ বছর কর্মরত চুক্তিভিত্তিক কর্মী যাদের বেতন ছিল ৩৯ হাজার টাকা তাঁদের ১২০০ টাকা বাড়ানো হচ্ছে।

[আরও পড়ুন: শিক্ষকদের প্রশ্রয়ে মোবাইল নিয়ে উচ্চমাধ্যমিক পরীক্ষাকেন্দ্রে প্রবেশ! সংসদের নজরে বহু স্কুল]

এর পাশাপাশি চুক্তিভিত্তিক অস্থায়ী তথ্যপ্রযুক্তি কর্মীদের বেতন বাড়িয়েছে রাজ্য সরকার। নতুন বেতন কাঠামো ১ এপ্রিল থেকে কার্যকরী হবে। শুক্রবার এই সংক্রান্ত নির্দেশিকা প্রকাশ করে বলা হয়েছে, প্রতি বছর ১ জুলাই থেকে পারিশ্রমিক বাড়বে। নির্দেশিকা অনুযায়ী, ডাটা এন্ট্রি অপারেটর, হেল্প ডেস্ক অ্যাসিসট্যান্ট ও সমগোত্রীয় পদের কর্মীদের বেতন বৃদ্ধি করা হচ্ছে। একইভাবে ইনস্টলেশন, মেনটেন্যান্স অব সফটওয়ার অ্যান্ড ডাটা বেস ম্যানেজমেন্ট সহ সমগোত্রীয় কর্মী সিস্টেম অ্যাডমিনস্ট্রেটর ও সমতুল্য পদ, সফটওয়ার ডিজাইন, ডকুমেন্টেশন ও সমতুল পদ, সিকিওর নেটওয়ার্কের ডিজাইন, আইডেন্টিফিকেশন অব স্কোপ অব ডিজিটাইজেশনের মতো কাজ যে তথ্যপ্রযুক্তি কর্মীরা করেন তাদেরও বেতন বৃদ্ধি করা হচ্ছে।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement