Advertisement
Advertisement

Breaking News

West Bengal government announced a special notice against strike

আগামী সপ্তাহের শুরুতেই ২ দিন ভারত বন্‌ধ, রাজ্যকে সচল রাখতে কঠোর নবান্ন

সরকারি কর্মীদের জন্য জারি একাধিক নির্দেশিকা।

West Bengal government announced a special notice against strike । Sangbad Pratidin

ফাইল ছবি

Published by: Sayani Sen
  • Posted:March 26, 2022 7:23 pm
  • Updated:March 26, 2022 7:36 pm  

মলয় কুণ্ডু: নরেন্দ্র মোদি (Narendra Modi) সরকারের বিরোধিতায় ভারত বন্‌ধের ডাক দিয়েছে সর্বভারতীয় কেন্দ্রীয় শ্রমিক সংগঠন এবং শিল্পভিত্তিক ফেডারেশন সমূহ। ‘জনগণকে বাঁচাও এবং জাতিকে বাঁচাও’ এই কর্মসূচিতে ১২ দফা দাবিতে আগামী সোম এবং মঙ্গলবার ভারত বন্‌ধের (Bharat Bandh) ডাক দেওয়া হয়েছে। তবে বন্‌ধ মোকাবিলায় তৎপর রাজ্য সরকার। নবান্নের তরফে জারি নির্দেশিকা।

আগামী সোম এবং মঙ্গলবার রাজ্যের সমস্ত সরকারি স্কুল, কলেজ, অফিস এবং আদালত খোলা থাকবে। এই দু’দিন কোনও সরকারি কর্মী ছুটি নিতে পারবেন না। ছুটির আবেদন করলেও তা মঞ্জুর করা হবে না। এই দু’দিন কোনও সরকারি কর্মী অনুপস্থিত থাকলে তাঁর বেতন কাটা যাবে।

Advertisement

[আরও পড়ুন: পরা যাবে না ছেঁড়া জিনস, কলকাতার কলেজের নয়া পোশাক ফতোয়া নিয়ে তুঙ্গে বিতর্ক!]

তবে কয়েকটি বিশেষ ক্ষেত্রে সরকারি কর্মীদের ছুটি মঞ্জুর করা যেতে পারে, সেগুলি হল:

  • যদি কোনও সরকারি কর্মীকে হাসপাতালে ভরতি হতে হয়।
  • কোনও সরকারি কর্মীর পরিবারের কারও কোনও বড় দুর্ঘটনা ঘটে।
  • ২৫ মার্চের আগে থেকে মঙ্গলবার পর্যন্ত কোনও সরকারি কর্মী অসুস্থ থাকেন।
  • যাঁরা মাতৃত্বকালীন ছুটিতে রয়েছেন।
  • ২৫ মার্চের আগে যাঁদের ছুটি মঞ্জুর হয়ে গিয়েছে।

এদিকে, বামেদের ধর্মঘটের দিনই রামপুরহাটের বগটুই (Bagtui) কাণ্ডের প্রতিবাদে কলকাতায় বিজেপি মহামিছিলের ডাক দিয়েছে। সোমবার ওয়েলিংটন থেকে রানি রাসমণি অ্যাভিনিউ পর্যন্ত মিছিল করবে গেরুয়া শিবির (BJP)। সমস্ত বিজেপি বিধায়ককে এই মিছিলে থাকতে বলা হয়েছে। এছাড়াও সাতটি বিধানসভার লোকজন এবং বিজেপির রাজ্য স্তরের নেতারাও পা মেলাবেন মিছিলে। বড় জমায়েতের কথা ভেবে কলকাতার (Kolkata) রাস্তা সচল রাখতে বিশেষ পদক্ষেপ নেওয়া হচ্ছে।

[আরও পড়ুন: স্বামীকে গাছে বেঁধে চোখের সামনে মহিলাকে গণধর্ষণ, দাঁড়িয়ে দেখল বাকিরা, চাঞ্চল্য যোগীরাজ্যে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement