ফাইল ছবি
স্টাফ রিপোর্টার: করোনা (Coronavirus) মহামারী এবং লাগাতার স্কুল বন্ধের জের। মাধ্যমিক, একাদশ ও উচ্চমাধ্যমিকের পর এবার কমছে প্রথম থেকে নবম শ্রেণির সিলেবাসও। জানা গিয়েছে, স্কুলের বিভিন্ন স্তরের এই সিলেবাসগুলি ৩০ থেকে ৩৫ শতাংশ ছোট হচ্ছে। ইতিমধ্যেই সিলেবাস কমিটি প্রয়োজনীয় কাটছাঁটের পর সংক্ষিপ্ত পাঠ্যক্রম বোর্ডগুলির কাছে পাঠিয়ে দিয়েছে।
অতিমারী পরিস্থিতিতে প্রথমে ২০২১ সালের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের (Higher Secondary) পাঠ্যক্রমে কাটছাঁট করা হয়েছিল। বাদ দেওয়া হয়েছিল পাঠ্যক্রমের ৩০-৩৫ শতাংশ। পরবর্তীকালে ২০২১-এর একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষার পাঠ্যক্রম থেকেও ৩০-৩৫ শতাংশ কমিয়ে দেয় উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ (WBHSC)। সংক্ষিপ্ত পাঠ্যক্রমের ভিত্তিতে প্রশ্নপত্রের ধরনেও বদল করা হয়েছিল। ২০২২ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষা এবং একাদশের বার্ষিক পরীক্ষার জন্যেও সেই সংক্ষিপ্ত পাঠ্যক্রম ও পরিবর্তিত প্রশ্নপত্রের ধরন বজায় রাখার সিদ্ধান্ত নেয় সংসদ। বিজ্ঞপ্তি জারি করে আগস্টের শুরুতেই তা জানিয়ে দেওয়া হয়।
আগস্টের শেষের দিকে মধ্যশিক্ষা পর্ষদও জানিয়ে দেয়, ২০২২ সালের মাধ্যমিক পরীক্ষার (Madhyamik Exam) পাঠ্যক্রম থেকে ৩০-৩৫ শতাংশ অংশ কমানো হয়েছে। মাধ্যমিক, একাদশ ও উচ্চমাধ্যমিকের পর এবার প্রথম থেকে নবম শ্রেণির পাঠ্যক্রমও কমানো হল। সূত্রের খবর, শিক্ষা দপ্তরের নির্দেশে পাঠক্রমে কাটছাঁট করে তা মধ্যশিক্ষা পর্ষদ ও প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে পাঠিয়ে দিয়েছে সিলেবাস কমিটি। সংশোধিত সিলেবাসে অনুমোদন দেওয়ার পর তা বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করবে পর্ষদ।
কোভিড আবহে ২০২০ সালের মার্চ থেকে বন্ধ স্কুল। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন, কোভিড পরিস্থিতি ঠিক থাকলে পুজোর পর স্কুল খুলবে। তবে, সেই সময় কোভিড পরিস্থিতি কী হবে তা সকলেরই অজানা। তাই পড়ুয়াদের স্বার্থে চলতি বছর সংক্ষিপ্ত পাঠ্যক্রমেই পঠন-পাঠন চালানোর সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা দপ্তর। স্কুল শিক্ষা দপ্তর সূত্রে খবর, স্কুল বন্ধ থাকাকালীন পঠন-পাঠন চালিয়ে নিয়ে যেতে অনলাইনে যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হচ্ছে, তা সংক্ষিপ্ত পাঠ্যক্রমের ভিত্তিতেই দেওয়া হবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.