Advertisement
Advertisement

Breaking News

Omicron

‘ওমিক্রন তাড়াতাড়ি ছড়ায়, সতর্ক থাকুন’, ফুলবাগানের সভা থেকে রাজ্যবাসীকে সাবধান করলেন মমতা

বুধবারই রাজ্যে প্রথম ওমিক্রন আক্রান্তের হদিশ মিলেছে।

West Bengal CM urges people to stay cautious as omicron enters state .| Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:December 15, 2021 5:18 pm
  • Updated:December 15, 2021 5:29 pm  

ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: রাজ্যে হদিশ মিলেছে ওমিক্রন (Omicron) আক্রান্তের। যা স্বাভাবিকভাবেই রাজ্যবাসীর আতঙ্ক কয়েকগুণ বাড়িয়েছেন। এই পরিস্থিতিতে বুধবার ওমিক্রণ নিয়ে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বললেন, “ওমিক্রণ খুব বেশি ভয়ংকর নয়। তবে আপনারা সকলে সতর্ক থাকুন।” 

রবিবার অর্থাৎ ১৯ ডিসেম্বর কলকাতা পুরসভার ভোট। তার আগে বুধবার ফুলবাগানে নির্বাচনী সভা করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই মুর্শিদাবাদের ওমিক্রন আক্রান্ত শিশুর প্রসঙ্গে আলোচনা করেন তিনি। বলেন, “এবার ওমিক্রন শুরু হয়েছে। আবু ধাবি থেকে একজন হায়দরাবাদ হয়ে কলকাতা এসেছে। একজন রোগী বিমানে থাকলে বাকি প্যাসেঞ্জাররা তার সংস্পর্শে আসছে। তারপর তারা বাড়ি ফিরে পরিবারের সদস্যদের সঙ্গে মিশছে। ওমিক্রন মারাত্মক কিছু নয়। কিন্তু এটা ছোঁয়াচে বেশি। খুব বেশি ছড়িয়ে পড়ে। তবে আমরা কোভিড মোকাবিলা করেছি। ম্যালেরিয়া, ডেঙ্গু সবকিছু মোকাবিলা করেছি। শুধু এটাই বলব, আপনারা সতর্ক থাকুন।”

Advertisement

[আরও পড়ুন: শুভেন্দুর বিরুদ্ধে মুখ খোলায় বহিষ্কার, তৃণমূলে যোগ দিচ্ছেন হাওড়ার প্রাক্তন বিজেপি নেতা]

উল্লেখ্য, বুধবারই হদিশ মিলেছে রাজ্যের প্রথম ওমিক্রন আক্রান্তের। আবু ধাবি থেকে বিমানে ১০ তারিখ মধ্যরাতে হায়দরাবাদে (Hydrabad) নেমেছিল শিশুটির পরিবার। সেখানে আরটি পিসিআর পরীক্ষার জন্য শিশুটির লালারস সংগ্রহ করা হয়। বিদেশ থেকে আসায় জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠানো হয় লালারস। এদিকে আরটি পিসিআরের ফলাফলে জানা যায়, শিশুটি কোভিড পজিটিভ। আজ, বুধবার জিনোম সিকোয়েন্সিংয়ের রিপোর্টে জানা গিয়েছে শিশুটি ওমিক্রন ভেরিয়েন্টে আক্রান্ত।

করোনা আক্রান্ত অবস্থায় হায়দরাবাদ থেকে ১১ ডিসেম্বর কলকাতায় ফেরে শিশুটি। সেখান থেকে বাড়ির গাড়ি করে মালদহে যায় তারা। আর এখানেই প্রশ্ন উঠেছে, একজন কোভিড পজিটিভ কী করে নিয়ম ভেঙে হায়দরাবাদ থেকে বিমানে ওঠে? রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী জানিয়েছেন, কোনও কোভিড পজিটিভ রোগী বিমানে উঠতে পারে না। কিন্তু কী করে এমন ঘটনা ঘটল, তা স্পষ্ট নয়। তাই সমস্ত বিষয়টি লিখিত আকারে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রককে জানানো হচ্ছে। 

[আরও পড়ুন: Kolkata Municipal Election 2021: কলকাতা পুরভোটে স্থগিতাদেশ নয়, নির্ধারিত দিনেই নির্বাচন, জানাল হাই কোর্ট]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement