ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: বিশ্বকাপ ফাইনালে (ICC World Cup final 2023) ভারতের হার নিয়ে আগেই বিজেপিকে খোঁচা দিয়েছিলেন। এবার রীতিমতো বিস্ফোরক অভিযোগ করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মুখ্যমন্ত্রীর অভিযোগ, পিচে ‘তুকতাক’ করে রেখেছিল বলেই বিশ্বকাপ ফাইনালে ভারত হেরেছে।
বুধবার বিধানসভায় বিধায়কদের বেতনবৃদ্ধি বিল নিয়ে আলোচনার সময় বিজেপিকে (BJP) বিঁধতে গিয়ে মুখ্যমন্ত্রী বলে দিলেন,”দেশ হেরেছে বলেই দুঃখে বলছি। অস্ট্রেলিয়ান কোচ বলেছিল পিচে কী একটা করেছে, তুকতাক করে রেখেছিল বলেই ফাইনালে হেরেছে।” সপ্তাহখানেক আগেই মমতা দাবি করেছিলেন, বিশ্বকাপ ফাইনাল গুজরাটে হয়েছে বলেই হেরেছে ভারত। নরেন্দ্র মোদি (Narendra Modi) স্টেডিয়ামের বদলে খেলাটা কলকাতায় হলে ভারতই জিতত। এবার আবার ‘তুকতাক’ করার অভিযোগ তুললেন বাংলার মুখ্যমন্ত্রী।
ভারতীয় দলের প্র্যাকটিস জার্সির রং গেরুয়া করা নিয়ে এর আগে একাধিকবার সরব হয়েছেন তৃণমূল নেত্রী। এদিন বিধানসভা থেকে ফের একই ইস্যুতে সরব হলেন মমতা। তিনি এদিন আরও একবার বলে দিলেন, “ক্রিকেট থেকে ফুটবল সব গেরুয়া করে দিচ্ছে। মেট্রো রেল গেরুয়া। গ গ করতে করতে গেরুয়া হয়ে গেছে। সুস্বাস্থ্য কেন্দ্রের রং গেরুয়া করতে বলছে। না হলে টাকা বন্ধ। জমিদারি করছে মনে হচ্ছে। আমি ইচ্ছে করলে মা মাটি মানুষ ব্র্যান্ড করতে পারতাম। পার্টির রং ব্র্যান্ড করতে পারতাম। করিনি তো? সিএম স্কিম করতে পারতাম। করিনি তো।”
বিশ্বকাপ চলাকালীন টিকিট বিক্রিতে বেআইনি, কালোবাজারির বিস্তর অভিযোগ উঠছে। সেই অভিযোগ নিয়েও এদিন কেন্দ্রকে বিঁধেছেন মুখ্যমন্ত্রী। মমতা বলেন,”ক্রিকেটে কী হয়েছে আমরা জানতে পারি। অনলাইনে টিকিট বিক্রি হচ্ছে, হঠাৎ নেই! সব বিজেপি ক্যাডারদের দিয়ে দিল। মানুষ পেল না! বাকি সব বেটিং-ফেটিং কী সব হল! আমি বুঝি না।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.