সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে জাতীয় নির্বাচন কমিশনার সুনীল অরোরাকে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ চিঠিতে তিনি অভিযোগ করলেন, বিজেপি ও কেন্দ্রীয় সরকারের নির্দেশ কাজ করছে নির্বাচন কমিশন৷ এখানেই শেষ নয়, কমিশন নিযুক্ত কলকাতার পুলিশ কমিশনার রাজেশ কুমারের বিরুদ্ধেও চিঠিতে ক্ষোভ উগরে দিলেন মুখ্যমন্ত্রী৷ রবিবার হতে চলেছে সপ্তম তথা শেষ দফার ভোটগ্রহণ৷ তার আগে জাতীয় নির্বাচন কমিশনারকে দেওয়া মুখ্যমন্ত্রীর এই চিঠি গুরুত্বপূর্ণ বলেই মনে করেছে রাজনৈতিক মহল৷
[ আরও পড়ুন: সপ্তম দফার ভোটে ৯টি কেন্দ্রকেই নজরবন্দি করার নির্দেশ কমিশনের ]
চিঠিতে কমিশনের কাজকর্মের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ তিনি অভিযোগ করেন, এরাজ্যের নির্বাচন পরিচালনার জন্য কমিশন যে দু’জন অবসরপ্রাপ্ত অফিসারকে বিশেষ পর্যবেক্ষক হিসাবে নিয়োগ করেছে, তাঁরা দু’জন এরাজ্যের শাসকদলের সঙ্গে বারবার পক্ষপাতদুষ্ট আচরণ করছে৷ এবং কেন্দ্রের শাসকদলের হয়ে কাজ করেছে৷ এছাড়া মুখ্যমন্ত্রী আরও দাবি করেন, “শেষ দফা নির্বাচনে বিজেপি যাতে কোনওভাবেই কমিশনকে হস্তক্ষেপ করতে না পারে, সে বিষয়ে কমিশনকে সুনিশ্চিত করতে হবে”।
[ আরও পড়ুন: শেষ দফায় কলকাতায় ভোটের আগে শহরে কমছে যানচলাচল, দুর্ভোগ নিত্যযাত্রীদের ]
এখানেই শেষ নয়, তৃণমূলের অভিযোগের ভিত্তিতে বিজেপি নেতা মুকুল রায়ের গতিবিধি নিয়ন্ত্রণ করল নির্বাচন কমিশন৷ সূত্রের খবর, কমিশনকে দেওয়া তৃণমূলের চিঠিতে উল্লেখ করা হয়েছে যে, মুকুল রায় এরাজ্যের বাসিন্দা নন৷ তিনি দিল্লির বাসিন্দা৷ তাই ভোটের দিন দমদম, উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, জয়নগর, ডায়মন্ড হারবার, বারাসত, বসিরহাট, মথুরাপুর ও যাদবপুর কেন্দ্রে যেন তিনি না প্রবেশ করেন৷ জানা গিয়েছে, তৃণমূলের এই অনুরোধ পাওয়ার পরেই মুকুল রায়কে একটি নির্দেশ পাঠিয়েছে কমিশন৷ নির্দেশে বলা হয়েছে, যে ন’টি আসনে রবিবার নির্বাচন হতে চলেছে, সেখানে তিনি প্রবেশ করতে পারবেন না৷ এবং এই নির্দেশ পাওয়ার পরেই, কমিশনের কাছে হাওড়ায় থাকার অনুমতি চেয়েছেন মুকুল রায়৷
West Bengal CM, Mamata Banerjee writes to CEC Sunil Arora, states, “ensure that Lok Sabha election in the state is completed peacefully, impartially &without any undue interference of the central govt and without any intervention by the ruling party at the centre.”(file pic) pic.twitter.com/6Bwi4iBE5S
— ANI (@ANI) May 18, 2019
TMC has written to EC seeking directions to Mukul Roy, BJP to leave constituencies of W Bengal set to go on poll on 19 May.Letter states,”He’s a voter of Delhi&lawfully not entitled to stay in any constituency in Bengal going to polls on commencement of 48hour restriction period”
— ANI (@ANI) May 18, 2019
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.