Advertisement
Advertisement
মমতা

নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে জাতীয় নির্বাচন কমিশনারকে বেনজির চিঠি মমতার

যে কেন্দ্রগুলিতে ভোট হচ্ছে সেগুলিতে প্রবেশ করতে পারবেন না মুকুল রায়, নির্দেশ কমিশনের।

West Bengal CM, Mamata Banerjee writes a complain to CEC Sunil Arora
Published by: Tanujit Das
  • Posted:May 18, 2019 8:24 pm
  • Updated:May 19, 2019 12:10 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে জাতীয় নির্বাচন কমিশনার সুনীল অরোরাকে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ চিঠিতে তিনি অভিযোগ করলেন, বিজেপি ও কেন্দ্রীয় সরকারের নির্দেশ কাজ করছে নির্বাচন কমিশন৷ এখানেই শেষ নয়, কমিশন নিযুক্ত কলকাতার পুলিশ কমিশনার রাজেশ কুমারের বিরুদ্ধেও চিঠিতে ক্ষোভ উগরে দিলেন মুখ্যমন্ত্রী৷ রবিবার হতে চলেছে সপ্তম তথা শেষ দফার ভোটগ্রহণ৷ তার আগে জাতীয় নির্বাচন কমিশনারকে দেওয়া মুখ্যমন্ত্রীর এই চিঠি গুরুত্বপূর্ণ বলেই মনে করেছে রাজনৈতিক মহল৷

[ আরও পড়ুন:  সপ্তম দফার ভোটে ৯টি কেন্দ্রকেই নজরবন্দি করার নির্দেশ কমিশনের ]

Advertisement

চিঠিতে কমিশনের কাজকর্মের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ তিনি অভিযোগ করেন, এরাজ্যের নির্বাচন পরিচালনার জন্য কমিশন যে দু’জন অবসরপ্রাপ্ত অফিসারকে বিশেষ পর্যবেক্ষক হিসাবে নিয়োগ করেছে, তাঁরা দু’জন এরাজ্যের শাসকদলের সঙ্গে বারবার পক্ষপাতদুষ্ট আচরণ করছে৷ এবং কেন্দ্রের শাসকদলের হয়ে কাজ করেছে৷ এছাড়া মুখ্যমন্ত্রী আরও দাবি করেন, “শেষ দফা নির্বাচনে বিজেপি যাতে কোনওভাবেই কমিশনকে হস্তক্ষেপ করতে না পারে, সে বিষয়ে কমিশনকে সুনিশ্চিত করতে হবে”।

[ আরও পড়ুন: শেষ দফায় কলকাতায় ভোটের আগে শহরে কমছে যানচলাচল, দুর্ভোগ নিত্যযাত্রীদের ]

এখানেই শেষ নয়, তৃণমূলের অভিযোগের ভিত্তিতে বিজেপি নেতা মুকুল রায়ের গতিবিধি নিয়ন্ত্রণ করল নির্বাচন কমিশন৷ সূত্রের খবর, কমিশনকে দেওয়া তৃণমূলের চিঠিতে উল্লেখ করা হয়েছে যে, মুকুল রায় এরাজ্যের বাসিন্দা নন৷ তিনি দিল্লির বাসিন্দা৷ তাই ভোটের দিন দমদম, উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, জয়নগর, ডায়মন্ড হারবার, বারাসত, বসিরহাট, মথুরাপুর ও যাদবপুর কেন্দ্রে যেন তিনি না প্রবেশ করেন৷ জানা গিয়েছে, তৃণমূলের এই অনুরোধ পাওয়ার পরেই মুকুল রায়কে একটি নির্দেশ পাঠিয়েছে কমিশন৷ নির্দেশে বলা হয়েছে, যে ন’টি আসনে রবিবার নির্বাচন হতে চলেছে, সেখানে তিনি প্রবেশ করতে পারবেন না৷ এবং এই নির্দেশ পাওয়ার পরেই, কমিশনের কাছে হাওড়ায় থাকার অনুমতি চেয়েছেন মুকুল রায়৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement