সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৩ সপ্তাহের ব্যবধানে ফের উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সব ঠিক থাকলে আগামী ৮ নভেম্বর কোচবিহারে মদনমোহনের রাস উৎসবের সূচনা করতে পারেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যেই রাস উৎসব কমিটির তরফে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে। সব ঠিক থাকলে সেই আমন্ত্রণে সাড়া দিতে ৮ নভেম্বর কোচবিহার যেতে পারেন মমতা।
২০০ বছরেরও বেশি সময় ধরে চলে আসছে কোচবিহার মদনমোহন মন্দিরের রাস উৎসব। আগামী সোমবার শুরু হচ্ছে ওই উৎসব। চলবে দু’সপ্তাহ। আয়োজকরা চাইছেন মুখ্যমন্ত্রীর হাত দিয়েই রাস উৎসবের সূচনা হোক। সেই মতো তাঁরা আমন্ত্রণ জানিয়েছেন। মুখ্যমন্ত্রীর দপ্তর সূত্রের খবর, নিজের ব্যস্ত সূচি থেকে সময় বের করার চেষ্টা করছেন মমতা। সব ঠিক থাকলে তিনি ৮ নভেম্বর কোচবিহার যাবেন। তবে এই প্রথম নয়, এর আগেও মমতা এই রাস উৎসবে অংশ নিয়েছেন।
উল্লেখ্য, গত মাসের মাঝামাঝিই উত্তরবঙ্গে ছিলেন মুখ্যমন্ত্রী। মাল নদীতে ভাসান চলাকালীন হড়পা বানে নিহতদের পরিবারের পাশে থাকার পাশাপাশি জলপাইগুড়ি জেলায় একাধিক কর্মসূচি ছিল তাঁর। জেলার বিভিন্ন আধিকারিক এবং তৃণমূল (TMC) নেতাদের নিয়ে আলাদা আলাদা বৈঠকও করেছেন তিনি। তিন সপ্তাহ ঘুরতে না ঘুরতেই তাঁর ফের উত্তরবঙ্গে যাওয়াটা বেশ তাৎপর্যপূর্ণ। গত দু’টি নির্বাচনে দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে খারাপ ফল হয়েছে তৃণমূলের। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে যাতে তার পুনরাবৃত্তি না হয়, সেটা নিশ্চিত করতে তৃণমূল নেতৃত্ব সচেষ্ট। এরই মধ্যে মুখ্যমন্ত্রীর কোচবিহার যাত্রা বেশ তাৎপর্যপূর্ণ।
উত্তরবঙ্গ সফরের আগে অবশ্য দক্ষিণ ভারতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। বুধবারই তামিলনাড়ুতে উড়ে যাওয়ার কথা মমতার। দু’দিনের সফরের শুরুতেই তিনি যাবেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের (MK Stalin) সঙ্গে দেখা করতে। এই মুহূর্তে স্ট্যালিন মোদি (Narendra Modi) বিরোধী শিবিরের অন্যতম মুখ। স্বাভাবিকভাবেই তাঁর সঙ্গে মমতার সাক্ষাৎ বেশ তাৎপর্যপূর্ণ। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী রাজ্যপাল লা গণেশনের দাদার ৮০তম জন্মদিন পালনের অনুষ্ঠানে যোগ দেবেন। সেখান থেকেই সোজা কলকাতা ফেরার কথা তাঁর।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.