Advertisement
Advertisement

Breaking News

TMC

অপরাধের রাজনীতি নিয়ে জেপি নাড্ডার মন্তব্যকে ‘আবোল তাবোল’ বললেন মমতা

'বিজেপি সভাপতির মন্তব্যের যোগ্য জবাব দেবেন এই রাজ্যের মানুষ', বলছেন ফিরহাদ হাকিম।

West bengal cm mamata banerjee slams jp nadda for his remarks on tmc

ফাইল ফটো

Published by: Soumya Mukherjee
  • Posted:July 6, 2020 11:34 pm
  • Updated:July 7, 2020 2:22 am  

ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: ভারচুয়াল সভা থেকে ফের বাংলাকে নিশানা করে তৃণমূলের সমালোচনার মুখে পড়লেন বিজেপি (BJP) -এর সর্বভারতীয় সভাপতি জগৎপ্রকাশ নাড্ডা। তৃণমূলনেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী নাড্ডার বক্তব্যকে ‘আবোল তাবোল’ বলে উড়িয়ে দিয়েছেন। বলেছেন, ‘আমাদের রাজ্যে সবরকমের নিরাপত্তা আছে। কেউ কেউ রাজনৈতিক কথা বলতে গিয়ে আবোল তাবোল বলে যায়। সেটা বলতে দিন। সেই জন্যই নাম আবোল তাবোল। ওইসব শব্দ থাকবেই।’

মুখ্যমন্ত্রীর পাশাপাশি বিজেপি সভাপতির বক্তব্যের জবাব দিয়েছেন রাজ্যের অন্য দুই মন্ত্রীও। শিক্ষামন্ত্রী তথা তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, ‘ওঁর কথার কোনও বাস্তবতা নেই। যা বলেছেন সবটাই রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে।’ তাঁর পাশাপাশি পুরমন্ত্রী ফিরহাদ হাকিমও দিল্লির সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন।

Advertisement

[আরও পড়ুন: খোদ স্বাস্থ্যভবনেই ফের করোনা হানা, ভাইরাস আক্রান্ত আরও ৫ কর্মী]

কাটমানি, রাজনৈতিক হিংসা ও শিক্ষা-সংস্কৃতির মতো একাধিক ইস্যু নিয়ে সোমবার পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারকে নিশানা করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। তারপরই আসরে নামে তৃণমূল। শিক্ষা ক্ষেত্রে রাজ্য পিছিয়ে পড়েছে বলে অভিযোগ করেছেন জেপি নাড্ডা (JP Nadda)। এর জবাবে শিক্ষামন্ত্রী বলেন, ‘একটা রাজনৈতিক দলের প্রধানের মতোই বক্তব্য রেখেছেন নাড্ডা। তবে এর সঙ্গে বাস্তবের কোনও সম্পর্ক নেই।’

শিক্ষামন্ত্রী আরও দাবি করেছেন, ‘যিনি যোগ্য, তাঁর যোগ্যতার মাপকাঠিতেই সেই জায়গা পেয়েছেন। অবস্থার পরিবর্তন খুব ধীরে ধীরে করা হয়েছে। বাংলার শিক্ষা একটা জায়গায় পৌঁছেছে। উনি কথাটা যখন বলছেন, সেটাও কিন্তু একটা রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকেই বলছেন। বাস্তবতার পথে গিয়ে কথা বলছেন না। আমার দুঃখের এবং পরিতাপের বিষয় সেটাই।’ তাঁর পাশাপাশি দিল্লির সরকার কলকাঠি নেড়ে ষড়যন্ত্র করতে চাইছে বলে অভিযোগ করেছেন ফিরহাদ হাকিম। বলেছেন, ‘দিল্লি বাংলার মানুষের দ্বারা নির্বাচিত সরকারের উপর আঘাত করতে চাইছে। মানুষ এর জবাব দেবেন।’

[আরও পড়ুন: নবান্নের অনুরোধে পরিষেবায় রাশ, হাওড়া থেকে ট্রেন চলাচলের নিয়মে রদবদল]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement