Advertisement
Advertisement

Breaking News

WB CM Mamata Banerjee slams BJP

Mamata Banerjee: ‘NRC করতে দেব না, ভেদাভেদের রাজনীতির বিরুদ্ধে লড়াই চলবে’, রেড রোড থেকে হুঙ্কার মমতার

রেড রোডে ইদের শুভেচ্ছা জানাতে গিয়ে বিজেপিকে তোপ দাগেন মমতা।

West Bengal CM Mamata Banerjee slams BJP । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:April 22, 2023 9:30 am
  • Updated:April 22, 2023 2:20 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইদের শুভেচ্ছা জানাতে রেড রোডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঞ্চ থেকে বিজেপিকে ফের হুঙ্কার দিলেন তিনি। সম্প্রীতির বার্তাও দেন মুখ্যমন্ত্রী।

শনিবার রেড রোড থেকে মমতা আরও একবার বিজেপির বিরুদ্ধে ভেদাভেদের রাজনীতি করার অভিযোগ করেন। মুখ্যমন্ত্রীর হুঙ্কার, “দেশের সংবিধান, ইতিহাস বদলাতে চাইছে বিজেপি। বিভেদের রাজনীতি করছে। ভেদাভেদের রাজনীতির বিরুদ্ধে লড়াই চলবে। গণতন্ত্র চলে গেলে কিছুই থাকবে না। রাজ্যে NRC করতে দেব না। প্রাণ দিয়ে দেব। তবু দেশভাগ হতে দেব না।” কেন্দ্রের বিরুদ্ধে আরও একবার লড়াইয়ের বার্তা দিয়ে মমতা বলেন, “আমাদের সকলের বিরুদ্ধে লড়াই করতে হয়। এজেন্সির বিরুদ্ধেও লড়তে হচ্ছে। কারও কাছে মাথানত করব না।”

Advertisement

[আরও পড়ুন: বাড়িতে টানা ১৫ ঘণ্টা CBI তল্লাশি, ‘রাজনৈতিক চক্রান্তের শিকার’, বললেন ‘অভিমানী’ তাপস]

সাধারণ মানুষের উদ্দেশে মমতার বার্তা, “কোনও রাজনৈতিক দলের প্ররোচনায় পা দেবেন না। ভয় পাবেন না। আমরা আছি। আমরা একসাথে থাকব। বাংলা গড়ব। দেশ গড়ব। আমরা দাঙ্গা চাই না। আপনারা শন্তি বজায় রাখুন।” এদিনের মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও সম্প্রীতির বার্তা দেন।
দেখুন ভিডিও:

[আরও পড়ুন: লিভ-ইন পার্টনারকে খুন! বাড়ি থেকে ১২ কিলোমিটার দূরে দেহ ফেলল যুবক]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement