সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে(Buddhadeb Bhattacharjee) দেখতে হাসপাতালে মমতা বন্দ্যোপাধ্যায়। হাত নেড়ে সাড়া দেন তিনি। হাসপাতাল থেকে বেরিয়ে সেকথা নিজেই জানান মমতা।
সোমবার বিধানসভায় প্রশ্নোত্তরে পর্বে যোগ দেন মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। বুদ্ধবাবুকে দেখতে বিকেলে হাসপাতালে যান তিনি। দেখা করেন চিকিৎসকের সঙ্গেও। হাসপাতাল থেকে বেরিয়ে মমতা বলেন, ‘‘ওঁর জ্ঞান আছে। হাত নাড়লেন। আমার দেখে মনে হল, অনেকটা সুস্থ হয়েছেন। ভেন্টিলেশন থেকে বার করা হয়েছে। বাইপ্যাপ চলছে। তবে আমি তো চিকিৎসক নই। এর বেশি কিছু বলতে পারব না।’’
মুখ্যমন্ত্রীর পাশেই ছিলেন বেশ কয়েকজন চিকিৎসক। তাঁরা জানান, বুদ্ধবাবুকে বর্তমানে নন-ইনভেসিভ ভেন্টিলেশনে রাখা হয়েছে। মেডিক্যাল বোর্ড তাঁর দিকে নজর রেখেছে। সমস্ত প্যারামিটারের দিকে নজর রাখা হয়েছে। এখনও পর্যন্ত রিপোর্ট ঠিকঠাকই আছে। আগামী ২৪ ঘণ্টা তাঁর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। উনি নিশ্চয়ই পারবেন।
গত শনিবার ফুসফুসের সংক্রমণ নিয়ে ৭৯ বছরের বুদ্ধদেব ভট্টাচার্য ভরতি হন আলিপুরের বেসরকারি হাসপাতালে। এখানেই বরাবর তাঁর চিকিৎসা হয়। অবস্থা এতটাই সঙ্গীন ছিল যে চিকিৎসার জন্য তড়িঘড়ি ৯ সদস্যের মেডিক্যাল বোর্ড (Medical Board) গঠন করা হয়। তাঁরাই বরাবর প্রাক্তন মুখ্যমন্ত্রীর শারীরিক পরিস্থিতির দিকে নজর রাখছিলেন। প্রথম দিকে বুদ্ধদেববাবুর অবস্থা যথেষ্ট উদ্বেগজনক ছিল। সোমবার সকালে তাঁর সিটি স্ক্যান-সহ অন্যান্য পরীক্ষা করা হয়। সেসব রিপোর্ট বেশ সন্তোষজনক বলেই জানান চিকিৎসকরা। রক্তে অক্সিজেনের (Oxygen) মাত্রা, রক্তচাপ, সংক্রমণের মাত্রা সবই অনেকটা স্বাভাবিকের কাছাকাছি। সোমবার বিকেলের আগেই তাঁকে ভেন্টিলেশন মুক্ত করা হয়েছে।
দেখুন ভিডিও:
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.