সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্য প্রশাসনের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ পুলিশের উন্নতিতে বেশ কয়েকটি নয়া পদক্ষেপ নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। বৃহস্পতিবার নবান্নে রাজ্য পুলিশের ডিজি এবং অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠকে সেসব সিদ্ধান্তের কথা জানালেন তিনি। রাজ্য পুলিশে নতুন করে নিয়োগ, পদোন্নতি, ভাতাবৃদ্ধিতে একাধিক সুবিধা মিলবে এবার থেকে। এছাড়া WBPS বা রাজ্য পুলিশের জন্য পৃথক সংগঠন গড়ার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। একঝলকে দেখে নিন, পুলিশের জন্য কী কী সুবিধা মিলবে এবার থেকে –
রাজ্যের পুলিশ অফিসার অর্থাৎ WBPS-দের IPS পদে উন্নীত করতে আগ্রহী রাজ্য সরকার। তবে তার জন্য কেন্দ্রীয় অনুমোদন দরকার। আর তার জন্য ২০১৯ সাল থেকে তিনবার কেন্দ্রের কাছে অনুমতি চেয়ে আবেদন জানানো হয়েছে বলে এদিন সাংবাদিক বৈঠকে বললেন মুখ্যমন্ত্রী। অনুমোদন মিললেই প্রক্রিয়া শুরু হবে।
এর আগে মুখ্যমন্ত্রী WBCS অফিসারদের ফোরাম তৈরি করে দিয়েছিলেন। এক ছাদের তলায় এনে তাঁদের কাজের সুবিধার জন্য সংগঠনটি তৈরি হয়েছে। আর এবার WBPS-দেরও সংগঠিত করে তাঁদের উন্নতিতে একগুচ্ছ ঘোষণা করলেন। নবান্নে তাঁর এই ঘোষণায় উচ্ছ্বসিত রাজ্যের পুলিশ মহল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.