Advertisement
Advertisement

Breaking News

Mamata Banerjee PM Narendra Modi

‘দেশটাকে বেচে দিচ্ছে মোদি সরকার’, স্কুটারে নবান্নে পৌঁছে জ্বালানির মূল্যবৃদ্ধি নিয়ে তোপ মমতার

স্কুটারেই নবান্ন থেকে ফিরবেন মুখ্যমন্ত্রী।

West Bengal chief minister Mamata Banerjee hits out at PM Narendra Modi
Published by: Subhajit Mandal
  • Posted:February 25, 2021 12:23 pm
  • Updated:March 18, 2021 3:10 pm  

ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: পেট্রল-ডিজেলের মূল্যবৃদ্ধির বেনজির প্রতিবাদের পর কেন্দ্রকে তীব্র আক্রমণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। কটাক্ষ করে বললেন, মোদি সরকার কবে দেশটাকেই বেচে দেবে। মোদি সরকার যখন প্রথম ক্ষমতায় আসে তখনকার এবং এখনকার পেট্রল-ডিজেলের দামের মধ্যে বিরাট পার্থক্য, এটা একটা বড়সড় ভাঁওতা। পেট্রল-ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আগামী দিনে তৃণমূল কংগ্রেস আরও কর্মসূচি নেবে বলে জানিয়েছেন মমতা। সেই সঙ্গে গোটা দেশে অন্যান্য বিরোধীদেরও রাস্তায় নামতে অনুরোধ করেন মমতা।

জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে এদিন কার্যত নজিরবিহীন প্রতিবাদ কর্মসূচি গ্রহণ করেন মুখ্যমন্ত্রী। গাড়ির পরিবর্তে এদিন হাজরা থেকে ইলেক্ট্রিক স্কুটারে নবান্ন পর্যন্ত যান মমতা। গাড়ির বদলে বাড়ি থেকে হেঁটে হাজরা মোড় আসেন তিনি। সেখান থেকে ইলেকট্রিক স্কুটারে নবান্নে যান। চালকের আসনে ছিলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)। নবান্নে পৌঁছে মুখ্যমন্ত্রী বলেন, যেভাবে পেট্রল, ডিজেল, গ্যাসের দাম বেড়েছে, আমরা তার প্রতিবাদ করছি। একটা গ্যাস সিলিন্ডার ৮০০ টাকা হয়ে গিয়েছে, গতকাল রাতে আবার দাম বেড়েছে। এখন কেরোসিন পর্যন্ত পাওয়া যাচ্ছে না। আমার রাজ্যের ১ কোটি মানুষ কেরোসিনে রান্না করেন। তাঁরা রান্না করার জন্য কেরোসিন পাচ্ছেন না। পেট্রল, ডিজেলের দাম বাড়লে রান্নাঘরেও আগুন লাগে। সাধারণ মানুষকে সেজন্য ভুগতে হয়।” মুখ্যমন্ত্রী বলেন, “আগে কৃষকদের কথা ভেবে ডিজেলের দাম বাড়ত না। এখন এঁরা কৃষকদের পর্যন্ত রেয়াত করছে না।”

Advertisement

[আরও পড়ুন: অগ্নিমূল্য পেট্রল-ডিজেল! প্রতিবাদে ফিরহাদের সঙ্গে ইলেকট্রিক স্কুটারে নবান্নের পথে মুখ্যমন্ত্রী]

এরপরই কেন্দ্রকে তীব্র আক্রমণ করে মমতা বলেন, “মোদি সরকার যখন প্রথম ক্ষমতায় আসে সেই সময়ের এবং এখনকার পেট্রল-ডিজেলের দামের মধ্যে ফারাক দেখুন। এর মধ্যে একটা বিরাট ভাঁওতা আছে। এবং সাধারণ মানুষের পকেট কাটা আছে। গ্যাস তো দিচ্ছেনই না, উলটে গ্যাস খাওয়াচ্ছেন। পুরো দেশটাকে মোদি সরকার বেচে দিচ্ছে। এই সরকার জনবিরোধী সরকার, কৃষক বিরোধী সরকার, শ্রমিক বিরোধী সরকার, যুব সমাজ বিরোধী সরকার, মহিলা বিরোধী সরকার।” তৃণমূল নেত্রী জানিয়েছেন, মূল্যবৃদ্ধির প্রতিবাদে আগামী দিনে আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মসূচি চলছে, চলবে। আমি গোটা দেশে সবাইকে রাস্তায় নামতে বলছি।” মুখ্যমন্ত্রী জানিয়েছেন, নবান্ন থেকে ফেরার পথেও তিনি একইভাবে স্কুটারে ফিরবেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement